Ajker Patrika

ঘিওরে সম্প্রীতির মেলা

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৬: ৫৪
ঘিওরে সম্প্রীতির মেলা

মানিকগঞ্জের ঘিওরে দেড় শ বছরের ঐতিহ্যবাহী সম্প্রীতির মেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হয়ে গতকাল শনিবার বিকেল পর্যন্ত উপজেলার ডিএন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়।

ঘিওর উপজেলা সদরের সবগুলো মণ্ডপের দুর্গা প্রতিমা বিসর্জন দিতে ধলেশ্বরী নদীর পাড়ে স্কুলমাঠে জড়ো করা হয়। শেষবারের মতো দুর্গা প্রতিমা দর্শন করতে সনাতন ধর্মাবলম্বী হাজারো মানুষের ঢল নামে। আর এ উপলক্ষে এখানে বসে মেলা। সম্প্রীতির মেলায় সব ধর্মের মানুষের উপস্থিতি লক্ষণীয়।

মেলায় হরেক রকমের পসরা, তৈজসপত্র, মিষ্টান্ন ভাণ্ডারসহ নানারকম দোকান বসে। বেচাকেনাও বেশ ভালো।

মেলায় আগত স্কুলছাত্রী চন্দ্রিমা সরকার দিপা বলেন, ছোটবেলা থেকেই বিজয়া দশমীর দিন এই মেলায় আসি। এখানে বন্ধু-বান্ধবীদের সঙ্গে অনেক আনন্দ হয়। বিসর্জনের আগে শেষবারের মতো দুর্গা প্রতিমা দর্শন করে থাকি।

ঘিওর উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি লিটন কুমার আইচ বলেন, বিজয়া দশমীর সম্প্রীতির মেলায় সব ধর্মের মানুষের উপস্থিতিতে সরগরম থাকে পুরো এলাকা।

স্থানীয় ব্যবসায়ী রতন কুমার সাহা বলেন, এই মেলার ঐতিহ্য দেড় শ বছরের। বিজয়া দশমীর দিন হিন্দু, মুসলমান, ধনী, দরিদ্র নির্বিশেষে মেলার আনন্দ উপভোগ করতে সমবেত হয়।

উপজেলা সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল বলেন, ধর্মের বিভেদ, বিভাজন কোনো দিনই এই মেলার সর্বজনীনতায় দেয়াল তুলতে পারেনি।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মিলেছে এক প্রাণে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক দেখভাল করছে অনুষ্ঠানটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

টিউলিপের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ দুদক: আইনজীবী

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

তৃতীয় শ্রেণিতেও বৃত্তি দেওয়া হবে: প্রাথমিক ও গণশিক্ষাসচিব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত