Ajker Patrika

ফের ডেঙ্গু বাড়ার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১৬: ২১
ফের ডেঙ্গু বাড়ার শঙ্কা

ডেঙ্গুর প্রকোপ দুই দিন ধরে কিছুটা কমে এসেছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫১ জন। তবে এই সময়ে ডেঙ্গু আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। এদিকে দেশে এখনো বৃষ্টিপাত অব্যাহত থাকায় ডেঙ্গুর প্রকোপ আবারও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কীটতত্ত্ববিদেরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক কবিরুল বাশার বলেন, অক্টোবরে স্বাভাবিকভাবে ডেঙ্গুর প্রকোপ কমার কথা ছিল। কিন্তু দেশের বর্তমান আবহাওয়া অনুযায়ী ডেঙ্গুর প্রকোপ খুব একটা কমবে না বলে মনে করছেন তিনি। তিনি বলেন, দুই দিন ধরে দেশে বৃষ্টিপাত বেড়েছে। এমন পরিস্থিতিতে আবারও ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা রয়েছে।

ডেঙ্গু আক্রান্ত হয়ে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১৫১ জনের মধ্যে ঢাকায় ১০৫ জন এবং বাইরে ৪৬ জন ভর্তি হয়েছেন। তবে দুই দিন ধরে ডেঙ্গুতে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। আগের দিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন ১৭২ জন। তাঁদের মধ্যে ঢাকায় ১৩০ জন এবং বাইরে ৪২ জন। চলতি মাসের ১৯ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩ হাজার ৫২৮ জন। এই সময়ে মারা গেছেন ১৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত মোট ২১ হাজার ৭২৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ হাজার ৮৪৪ জন। এ সময়ে মারা গেছেন ৮৩ জন। গতকাল সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত মোট ৭৯৮ জন হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁদের মধ্যে ঢাকার ৪১টি হাসপাতালে ৬০৯ জন এবং ঢাকার বাইরে ১৮৯ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত