Ajker Patrika

উন্নতি আর সাফল্যের লক্ষ্যে বাংলাদেশের বিশ্বকাপযাত্রা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
উন্নতি আর সাফল্যের লক্ষ্যে বাংলাদেশের বিশ্বকাপযাত্রা

নিউজিল্যান্ডের উদ্দেশে গত রাতে রওনা দিয়েছে বাংলাদেশ। যদিও দলের সঙ্গে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তবে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের শুরু থেকেই সেখানে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তাঁর। ত্রিদেশীয় সিরিজ সামনে রেখে নিউজিল্যান্ডে রওনা দিলেও এটিই এক অর্থে বাংলাদেশের বিশ্বকাপযাত্রা।

নিউজিল্যান্ড থেকে সরাসরি অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ। ৭ অক্টোবর শুরু হয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ হবে ১৪ অক্টোবর। এক দিন পর শুরু বিশ্বকাপ। বাংলাদেশের প্রথম ম্যাচ অবশ্য ২৪ অক্টোবর। তার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। সে ক্ষেত্রে স্বাভাবিকভাবে আর দেশে ফেরা হচ্ছে না দলের।

বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে উন্নতিতে চোখ বাংলাদেশের। বিমানবন্দরে সংবাদমাধ্যমের সামনে তাসকিন আহমেদ বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য উন্নতি। এই সংস্করণে যেহেতু আমাদের খুব বেশি সাফল্য নেই, তাই যে যার জায়গা থেকে ২০-৩০ শতাংশ উন্নতি নিয়ে যাতে বিশ্বকাপে যেতে পারি, এই প্রক্রিয়াতেই আছি আমরা। ধীরে ধীরে সবার সেই উন্নতি হচ্ছেও। উন্নতি করা প্রধান লক্ষ্য। তবে যেহেতু আমাদের সামর্থ্যও আছে, ভালো কিছু সম্ভব।’

গতকাল অবশ্য রাজধানীর একটি পাঁচ তারকা ফ্র্যাঞ্চাইজিভিত্তিক হকি লিগের লোগো উন্মোচন অনুষ্ঠানে ছিলেন টি-টোয়েন্টির সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান। একই অনুষ্ঠানে ছিলেন বিশ্বকাপ দল থেকে বাদ পড়া মাহমুদউল্লাহ রিয়াদ। দলে না থাকলেও অস্ট্রেলিয়া বিশ্বকাপে বাংলাদেশের ভালো করা নিয়ে আশাবাদী তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহমুদউল্লাহ জানান, ‘আমরা চ্যাম্পিয়নও হতে চাই। প্রত্যাশা করছি আমাদের টিম ভালো করবে। দলের জন্য আমার শুভকামনা সব সময়ই থাকবে। দোয়া করি আমাদের টিম যেন ভালো করে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত