রংপুর প্রতিনিধি
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আবাসিক হল ও একাডেমিক ভবনগুলোতে ইন্টারনেট সেবা বিঘ্নিত হচ্ছে। এতে শিক্ষা কার্যক্রমসহ গবেষণার কাজ চালাতে গিয়ে শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হলে ওয়াই-ফাই ও ব্রডব্যান্ড ইন্টারনেটের সংযোগ থাকলেও কিছুদিন ধরে তা বিচ্ছিন্ন অবস্থায় আছে। আবার সংযোগ মাঝেমধ্যে আসলেও ধীর গতির কারণে কোনো ব্রাউজারে প্রবেশ করা যাচ্ছে না। ফলে এই সংযোগ শিক্ষার্থীদের কোনো কাজে আসছে না।
শিক্ষার্থীরা আরও জানান, কোনো কোনো হলে ওয়াই-ফাই ইন্টারনেট সেবা দেওয়ার যন্ত্রাংশগুলো নষ্ট হয়ে আছে। এ বিষয়ে এমনকি অভিযোগ করেও সমাধান পাচ্ছেন না তাঁরা। আর হলের নেট রুমগুলোতে ব্রডব্যান্ড ইন্টারনেটের ব্যবস্থা থাকলেও সেখানে ধীরগতির কারণে নিরবচ্ছিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, ‘ওয়াই-ফাই ও ব্রডব্যান্ড ইন্টারনেট, কোনোটার গতিই ভালো না। এতে করে দুর্ভোগ পোহাতে হচ্ছে আমাদের। ইন্টারনেট সংযোগ একদিন থাকে তো চার দিন থাকে না। আর থাকলেও ধীরগতি হওয়ায় একাডেমিক পড়াশোনার কাজটুকু ভালোভাবে করতে পারছি না।’
শহীদ মুখতার ইলাহি হলের একাধিক আবাসিক শিক্ষার্থীর সঙ্গে কথা হলে তাঁরা ক্ষোভ প্রকাশ করে বলেন, কোনো অভিযোগ করেও সমাধান পাওয়া যাচ্ছে না। তাঁদের এখানে রাউটার থাকলেও সেগুলোর গতি খুব কম। কোনো ধরনের সাইটে তাঁরা ঢুকতে পারছেন না। পড়াশোনাসহ গবেষণার তথ্য সংগ্রহের জন্য বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে তাঁদের।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রুবেল হোসেন বলেন, ‘ক্যাম্পাসের একাডেমিক ভবনগুলোতে যে রাউটার রয়েছে সেগুলো থেকে ইন্টারনেট সুবিধা ঠিকমতো পাওয়া যায় না। সিলেবাসের অনেক কিছুই স্যারেরা পড়ান না, সেগুলো জানার জন্য ওয়াইফাই ব্যবহার করতে হয়। কিন্তু দশবার চেষ্টা করে একবার সংযোগ পেলেও ধীরগতির কারণে তাও ব্যবহার করা সম্ভব হচ্ছে না।’
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থী সালমা সীমা বলেন, ‘আমাদের হলেও একই সমস্যা চলছে হল চালুর পর থেকেই। আমাদের অনেক অসুবিধা হচ্ছে। আমরা খুব দ্রুত এর প্রতিকার চাই।’
এ বিষয়ে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের আইটি সেলের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার বেলাল আহমেদ বলেন, ‘আমরা কিছুদিন ধরে অভিযোগ শুনছি। আমাদের টিম ইতিমধ্যে কাজ শুরু করেছে। আশা করি দ্রুত সব ঠিক হয়ে যাবে। আমরা উপাচার্যের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছি। তিনি আশ্বাস দিয়েছেন। এই সমস্যা খুব দ্রুতই সমাধান হবে।’
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আবাসিক হল ও একাডেমিক ভবনগুলোতে ইন্টারনেট সেবা বিঘ্নিত হচ্ছে। এতে শিক্ষা কার্যক্রমসহ গবেষণার কাজ চালাতে গিয়ে শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হলে ওয়াই-ফাই ও ব্রডব্যান্ড ইন্টারনেটের সংযোগ থাকলেও কিছুদিন ধরে তা বিচ্ছিন্ন অবস্থায় আছে। আবার সংযোগ মাঝেমধ্যে আসলেও ধীর গতির কারণে কোনো ব্রাউজারে প্রবেশ করা যাচ্ছে না। ফলে এই সংযোগ শিক্ষার্থীদের কোনো কাজে আসছে না।
শিক্ষার্থীরা আরও জানান, কোনো কোনো হলে ওয়াই-ফাই ইন্টারনেট সেবা দেওয়ার যন্ত্রাংশগুলো নষ্ট হয়ে আছে। এ বিষয়ে এমনকি অভিযোগ করেও সমাধান পাচ্ছেন না তাঁরা। আর হলের নেট রুমগুলোতে ব্রডব্যান্ড ইন্টারনেটের ব্যবস্থা থাকলেও সেখানে ধীরগতির কারণে নিরবচ্ছিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, ‘ওয়াই-ফাই ও ব্রডব্যান্ড ইন্টারনেট, কোনোটার গতিই ভালো না। এতে করে দুর্ভোগ পোহাতে হচ্ছে আমাদের। ইন্টারনেট সংযোগ একদিন থাকে তো চার দিন থাকে না। আর থাকলেও ধীরগতি হওয়ায় একাডেমিক পড়াশোনার কাজটুকু ভালোভাবে করতে পারছি না।’
শহীদ মুখতার ইলাহি হলের একাধিক আবাসিক শিক্ষার্থীর সঙ্গে কথা হলে তাঁরা ক্ষোভ প্রকাশ করে বলেন, কোনো অভিযোগ করেও সমাধান পাওয়া যাচ্ছে না। তাঁদের এখানে রাউটার থাকলেও সেগুলোর গতি খুব কম। কোনো ধরনের সাইটে তাঁরা ঢুকতে পারছেন না। পড়াশোনাসহ গবেষণার তথ্য সংগ্রহের জন্য বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে তাঁদের।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রুবেল হোসেন বলেন, ‘ক্যাম্পাসের একাডেমিক ভবনগুলোতে যে রাউটার রয়েছে সেগুলো থেকে ইন্টারনেট সুবিধা ঠিকমতো পাওয়া যায় না। সিলেবাসের অনেক কিছুই স্যারেরা পড়ান না, সেগুলো জানার জন্য ওয়াইফাই ব্যবহার করতে হয়। কিন্তু দশবার চেষ্টা করে একবার সংযোগ পেলেও ধীরগতির কারণে তাও ব্যবহার করা সম্ভব হচ্ছে না।’
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থী সালমা সীমা বলেন, ‘আমাদের হলেও একই সমস্যা চলছে হল চালুর পর থেকেই। আমাদের অনেক অসুবিধা হচ্ছে। আমরা খুব দ্রুত এর প্রতিকার চাই।’
এ বিষয়ে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের আইটি সেলের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার বেলাল আহমেদ বলেন, ‘আমরা কিছুদিন ধরে অভিযোগ শুনছি। আমাদের টিম ইতিমধ্যে কাজ শুরু করেছে। আশা করি দ্রুত সব ঠিক হয়ে যাবে। আমরা উপাচার্যের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছি। তিনি আশ্বাস দিয়েছেন। এই সমস্যা খুব দ্রুতই সমাধান হবে।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৮ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৮ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৮ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫