Ajker Patrika

বান্দরবানে ২ চেয়ারম্যান ও ৮ সদস্য বিনা ভোটে জয়ী

বান্দরবান প্রতিনিধি
Thumbnail image

বান্দরবান সদর উপজেলায় সপ্তম ধাপে তিনটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুটিতেই বিনা ভোটে দুজন চেয়ারম্যান হতে যাচ্ছেন। এ ছাড়া ৬টি ওয়ার্ডে সাধারণ সদস্য ও ২টি সংরক্ষিত ইউপি নারী সদস্য পদে একজন করে প্রার্থী থাকায় তাঁরাও বিনা ভোটে নির্বাচিত হওয়ার পথে।

তফসিল অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি তিনটি ইউপিতে ভোট হবে। গত ১২ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র জমাদান শেষ হয়েছে। আগামী ২২ জানুয়ারি প্রার্থিতা যাচাই-বাছাই হবে। ২৩ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২৪ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। 
সদর উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ইউপি নির্বাচনে বান্দরবান সদর ইউপিতে আওয়ামী লীগ মনোনীত অংসা হ্লা ছাড়া কেউ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেননি। এ ছাড়া জামছড়ি ইউপিতে স্বতন্ত্র প্রার্থী মাচঙৈ মারমা গত রোববার মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় আওয়ামী লীগ মনোনীত ক্যসিংশৈ মারমা একক চেয়ারম্যান প্রার্থী হয়েছেন।

গতকাল সোমবার সদর উপজেলা রিটার্নিং ও নির্বাচন কর্মকর্তা পরান্টু চাকমা বলেন, সদর ও জামছড়ি ইউপিতে একক চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। তাই তাঁরাই চেয়ারম্যান হওয়ার পথে। তবে মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত তারিখের আগে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত বলার সুযোগ নেই। 

এদিকে রাজবিলা ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান ক্যঅং প্রু মারমা ছাড়াও দুজন স্বতন্ত্র প্রার্থী হলেন তপন মারমা ও মংক্যচিং মারমা। তবে গতকাল জেলা সদরে এই স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার গুঞ্জন শোনা গেছে। বান্দরবান পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম বলেন, তিনিও লোকমুখে শুনেছেন রাজবিলা ইউপিতে স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারেন, তবে তিনি নিশ্চিত নন।

উপজেলা রিটার্নিং কর্মকর্তা বলেন, রাজবিলা ইউপির সাধারণ সদস্য পদে ২, ৪ ও ৬ নম্বর ওয়ার্ডে এবং সংরক্ষিত সদস্য পদে ২ নম্বর ওয়ার্ডে; জামছড়ি ইউপিতে সাধারণ সদস্য পদে ৫, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে এবং সংরক্ষিত সদস্য পদে ৩ নম্বর ওয়ার্ডে একজন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ২৩ জানুয়ারি প্রত্যাহার শেষে এসব সদস্যকে বিনা ভোটে নির্বাচিত ঘোষণা করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত