Ajker Patrika

শাজাহানপুরে বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহত

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১১: ৫৬
শাজাহানপুরে বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহত

বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। গত বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে আড়িয়া ইউনিয়নের ফুলতলা নামক স্থানে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতাবস্থায় আরেক আরোহী বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) চিকিৎসাধীন।

নিহত শিক্ষার্থী সিদ্দাত উল্লাহ (১৬)। সে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার ওয়াহেদুজ্জামানের ছেলে সে। তাদের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া এলাকায়। আহত অন্যজন বগুড়া শেরপুর পৌর শহরের ধুনট মোড় তালতলা এলাকার মো. হাসান (১৭)। সে নিহত সিদ্দাতের বন্ধু।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বগুড়ার দিক থেকে ঢাকামুখী এক পরিবহনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী ছিটকে যায়। এতে ঘটনাস্থলেই সিদ্দাতের মৃত্যু হয়। আহত অপরজনকে স্থানীয়রা বগুড়া শজিমেকে জরুরি বিভাগে নেন।

ঘটনাস্থল পরিদর্শনকারী শাজাহানপুর থানার (এসআই) উপপরিদর্শক আরিফ বলেন, বাসটি জব্দ করা সম্ভব হয়নি। কেউ কেউ বলছেন, শ্যামলী পরিবহনের বাস ছিল সেটি। সেই বাসের নম্বর কেউ বলতে পারছেন না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত