ফারুক ছিদ্দিক, ঢাবি
সাজ সাজ রব বলতে যা বোঝায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদ প্রাঙ্গণের পরিবেশ এখন ঠিক তাই। জয়নুল গ্যালারির সামনের চত্বরে নবীন আঁকিয়েরা এখন বেশ ব্যস্ত। গভীর মনোযোগে কেউ আঁকছেন জলরঙের ছবি, কেউ নকশা করছেন মাটির সরায়, কেউ কেউ বানাচ্ছেন বাহারি মুখোশ। টেপাপুতুল, ঘোড়া, ফুল, পেঁচা, মাছসহ নানা রকমের শিল্পকর্ম তৈরি করে সাজিয়ে রাখা হচ্ছে। লোকজন কিনতে আসছেন। এসব শিল্পকর্ম বিক্রির টাকা দিয়েই পয়লা বৈশাখের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হবে।
বর্ষবরণের অন্যতম আকর্ষণ হলো ঢাবির চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা, যা ইতিমধ্যেই ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে। করোনা মহামারির কারণে ২০২০ সালে মঙ্গল শোভাযাত্রা হয়নি। ২০২১ সালে হয়েছে সীমিত পরিসরে। তাই এবারের আয়োজন নিয়ে আশায় বুক বাঁধছেন আয়োজকেরা। মঙ্গল শোভাযাত্রা ১৪২৯ বাস্তবায়ন কমিটির সদস্যসচিব ও চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘করোনাকালে যা কিছু আমাদের জীবনকে মলিন করে দিয়েছে সেগুলো মুছে যাক। জীবন হোক নির্মল ও মঙ্গলময়। এবারে পয়লা বৈশাখেই এটাই আমাদের চাওয়া।’ এমন প্রত্যাশা থেকেই এবারের মূল প্রতিপাদ্য নেওয়া হয়েছে রজনীকান্ত সেনের গান থেকে ‘নির্মল কর, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে’।
এবারের আয়োজন সমন্বয়ের দায়িত্বে রয়েছেন চারুকলা অনুষদের ২২ ও ২৩তম ব্যাচের শিক্ষার্থীরা। প্রাচ্যকলা বিভাগের ২৩ তম ব্যাচের শিক্ষার্থী সুপ্রিয় ঘোষ বলেন, ‘পয়লা বৈশাখের আগেই সব কাজ শেষ হবে। শিক্ষকেরা সাধ্যমতো সহযোগিতা করছেন।’ সরেজমিন দেখা যায়, দেয়ালচিত্র ও রংতুলিসহ বিভিন্ন কাজে দিকনির্দেশনা দিচ্ছেন চারুকলা অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকেরা। শিল্পকলার ইতিহাস বিভাগের চেয়ারম্যান সঞ্জয় চক্রবর্তী। আজকের পত্রিকাকে সঞ্জয় বলেন, ‘শিল্পাচার্য জয়নুল আবেদীনের ছবি আঁকা ছিল মূলত বাংলার লোকজ সংস্কৃতিকে তুলে ধরা, লোকজ সংস্কৃতির সেই চেতনা ধারণ করাই আমাদের মূল চ্যালেঞ্জ। এ কারণেই আমাদের পথচলা, ত্যাগ ও পরিশ্রম।’
এদিকে পয়লা বৈশাখে বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাবি কর্তৃপক্ষ। এতে বলা হয়, ১৩ এপ্রিল সন্ধ্যা ৭টার পর থেকে ঢাবি ক্যাম্পাসে কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না। ক্যাম্পাসে নববর্ষের দিন সব ধরনের অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে। নববর্ষের দিন ক্যাম্পাসে বিকেল ৫টা পর্যন্ত প্রবেশ করা যাবে।
বাংলা নববর্ষ উদ্যাপন সফল করতে ঢাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদকে আহ্বায়ক করে ২৭ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
সাজ সাজ রব বলতে যা বোঝায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদ প্রাঙ্গণের পরিবেশ এখন ঠিক তাই। জয়নুল গ্যালারির সামনের চত্বরে নবীন আঁকিয়েরা এখন বেশ ব্যস্ত। গভীর মনোযোগে কেউ আঁকছেন জলরঙের ছবি, কেউ নকশা করছেন মাটির সরায়, কেউ কেউ বানাচ্ছেন বাহারি মুখোশ। টেপাপুতুল, ঘোড়া, ফুল, পেঁচা, মাছসহ নানা রকমের শিল্পকর্ম তৈরি করে সাজিয়ে রাখা হচ্ছে। লোকজন কিনতে আসছেন। এসব শিল্পকর্ম বিক্রির টাকা দিয়েই পয়লা বৈশাখের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হবে।
বর্ষবরণের অন্যতম আকর্ষণ হলো ঢাবির চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা, যা ইতিমধ্যেই ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে। করোনা মহামারির কারণে ২০২০ সালে মঙ্গল শোভাযাত্রা হয়নি। ২০২১ সালে হয়েছে সীমিত পরিসরে। তাই এবারের আয়োজন নিয়ে আশায় বুক বাঁধছেন আয়োজকেরা। মঙ্গল শোভাযাত্রা ১৪২৯ বাস্তবায়ন কমিটির সদস্যসচিব ও চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘করোনাকালে যা কিছু আমাদের জীবনকে মলিন করে দিয়েছে সেগুলো মুছে যাক। জীবন হোক নির্মল ও মঙ্গলময়। এবারে পয়লা বৈশাখেই এটাই আমাদের চাওয়া।’ এমন প্রত্যাশা থেকেই এবারের মূল প্রতিপাদ্য নেওয়া হয়েছে রজনীকান্ত সেনের গান থেকে ‘নির্মল কর, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে’।
এবারের আয়োজন সমন্বয়ের দায়িত্বে রয়েছেন চারুকলা অনুষদের ২২ ও ২৩তম ব্যাচের শিক্ষার্থীরা। প্রাচ্যকলা বিভাগের ২৩ তম ব্যাচের শিক্ষার্থী সুপ্রিয় ঘোষ বলেন, ‘পয়লা বৈশাখের আগেই সব কাজ শেষ হবে। শিক্ষকেরা সাধ্যমতো সহযোগিতা করছেন।’ সরেজমিন দেখা যায়, দেয়ালচিত্র ও রংতুলিসহ বিভিন্ন কাজে দিকনির্দেশনা দিচ্ছেন চারুকলা অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকেরা। শিল্পকলার ইতিহাস বিভাগের চেয়ারম্যান সঞ্জয় চক্রবর্তী। আজকের পত্রিকাকে সঞ্জয় বলেন, ‘শিল্পাচার্য জয়নুল আবেদীনের ছবি আঁকা ছিল মূলত বাংলার লোকজ সংস্কৃতিকে তুলে ধরা, লোকজ সংস্কৃতির সেই চেতনা ধারণ করাই আমাদের মূল চ্যালেঞ্জ। এ কারণেই আমাদের পথচলা, ত্যাগ ও পরিশ্রম।’
এদিকে পয়লা বৈশাখে বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাবি কর্তৃপক্ষ। এতে বলা হয়, ১৩ এপ্রিল সন্ধ্যা ৭টার পর থেকে ঢাবি ক্যাম্পাসে কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না। ক্যাম্পাসে নববর্ষের দিন সব ধরনের অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে। নববর্ষের দিন ক্যাম্পাসে বিকেল ৫টা পর্যন্ত প্রবেশ করা যাবে।
বাংলা নববর্ষ উদ্যাপন সফল করতে ঢাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদকে আহ্বায়ক করে ২৭ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
২ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪