Ajker Patrika

প্রদীপের বিরুদ্ধে চার্জ গঠন

আদালত প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১৩: ১০
প্রদীপের বিরুদ্ধে চার্জ গঠন

কক্সবাজারের টেকনাফ মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ ও তাঁর স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করা হয়েছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় গতকাল বুধবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুন্সী আবদুল মজিদ এই আদেশ দেন। অভিযোগ গঠনের সময় কারাগার থেকে প্রদীপকে আদালতে হাজির করা হয়। এ সময় নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। তাঁর পলাতক স্ত্রীর অনুপস্থিতিতে অভিযোগ গঠনের পর আদালত সাক্ষ্য নেওয়ার জন্য ২০২২ সালের ১৭ জানুয়ারি দিন ঠিক করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি মাহমুদুল হক মাহমুদ বলেন, ‘গত ১ সেপ্টেম্বর প্রদীপ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র আদালতে গৃহীত হয়। গতকাল শুনানির দিন ছিল। আসামিপক্ষের আইনজীবীরা প্রদীপের অব্যাহতির আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে আমরা এর বিরোধিতা করেছি।’

এর আগে গতকাল কড়া নিরাপত্তায় ওসি প্রদীপকে আদালতে হাজির করা হয়। পরে তাঁকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

চলতি বছরের ২৬ জুলাই প্রদীপ ও তাঁর স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্রে অবৈধ আয়ের মাধ্যমে বিপুল পরিমাণ সম্পত্তি অর্জনের অভিযোগ আনা হয়। এর মধ্যে চট্টগ্রাম নগরীর পাথরঘাটায় ছয়তলা বাড়ি ও পাঁচলাইশ থানার ষোলশহরের একটি বাড়ি, একটি ব্যক্তিগত গাড়ি, একটি মাইক্রোবাস, ৪৫ ভরি স্বর্ণ, কক্সবাজারে চুমকির নামে নামে একটি ফ্ল্যাট রয়েছে। বৈধ-অবৈধ মিলিয়ে প্রদীপ দম্পতির ৪ কোটি ৮০ লাখ ৬৪ হাজার ৬৫১ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের সন্ধান মেলে। যার মধ্যে বৈধ আয় থেকে ২ কোটি ৪৪ লাখ ৬৬ হাজার ২৩৪ টাকার সম্পদ পায় দুদক। বাকি ২ কোটি ৩৫ লাখ ৯৮ হাজার ৪১৭ টাকার সম্পদ অবৈধ বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত