Ajker Patrika

বিদ্যালয়ের দেয়াল যেন আদর্শলিপি বই

মনজুর রহমান, লালমোহন (ভোলা) 
বিদ্যালয়ের দেয়াল যেন আদর্শলিপি বই

দেয়ালজুড়ে আঁকা বাংলা-ইংরেজি বিভিন্ন বর্ণমালা। আঁকা হয়েছে বিভিন্ন সংখ্যাও। বিদ্যালয়ের দেয়ালই যেন হয়ে উঠেছে আদর্শলিপির একটি বই। যেখান থেকে পাঠ্যবইয়ের পাশাপাশি শিশুরা শিখছে বাংলা-ইংরেজি বর্ণমালা আর অঙ্কের সংখ্যা।

উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, লালমোহনে ২১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এগুলোর মধ্যে ৭০-৮০টি বিদ্যালয়ে এমন করে আঁকা হয়েছে বাংলা-ইংরেজি বর্ণমালা আর সংখ্যা। এতে ওই সব বিদ্যালয়গুলোতে যুক্ত হয়েছে আলাদা সৌন্দর্যও। লালমোহনের ফুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়টির দ্বিতীয় তলাজুড়ে সুন্দর করে আঁকা রয়েছে বাংলা-ইংরেজি বর্ণমালা আর নানা সংখ্যা।

ফুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকেয়া বেগম বলেন, বিদ্যালয়ের উন্নয়নকাজের জন্য সরকারিভাবে বছরে যে বরাদ্দ দেওয়া হয়, সেখানের কিছু অর্থ দিয়ে দেয়ালে এসব আঁকা হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আকতারুজ্জামান মিলন জানান, এটি সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষের চমৎকার একটি উদ্যোগ। এতে শিশু শিক্ষার্থীদের বিদ্যালয়ের প্রতি আগ্রহ বাড়বে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত