Ajker Patrika

২৩ প্রার্থীকে জরিমানা ৯৪টি দেশি অস্ত্র উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৪: ৫১
২৩ প্রার্থীকে জরিমানা ৯৪টি দেশি অস্ত্র উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার তিন উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২৩ প্রার্থীকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ৬ ইউনিয়ন থেকে ৩১ টেঁটাসহ ৯৪টি দেশীয় পরিত্যক্ত অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

গত বুধবার সকাল থেকে রাত পর্যন্ত তিন উপজেলা বিভিন্ন ইউনিয়নে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা পৃথকভাবে এই অভিযান চালান। আগামী রোববার তৃতীয় ধাপে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, নবীনগর ও সরাইলের ৩৩টির মধ্যে ৩২টি ইউপিতে নির্বাচন হবে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকে রাত পর্যন্ত বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী ইউনিয়নে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভাশীষ চাকমা পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অপরাধে ৫ জন প্রার্থীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একই দিন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিন সারোয়ার সরাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরাইল থানা-পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় হর্ন ব্যবহার করে যান চালানো, বড় ব্যানার ব্যবহার, দেয়ালে পোস্টার লাগানো, প্রার্থীর ছবিসংবলিত টি-শার্ট তৈরিসহ বিভিন্ন অভিযোগে চেয়ারম্যান প্রার্থীসহ বিভিন্ন ওয়ার্ডে ১১ জন প্রার্থীকে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অপর দিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল বাকি নবীনগর উপজেলার শ্রীরামপুর ও লাউর ফতেহপুর ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত আসনের নারী ইউপি সদস্যসহ ৮ জন প্রার্থীকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ শাখা থেকে বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালায় পুলিশ। এ সময় উপজেলার চুন্টা ইউপি থেকে ১৯টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এগুলোর মধ্যে রয়েছে একটি রামদা, ৬টি পল, ২টি দা, ৬টি চল, ২টি খুনতি ও ২টি ছুরি। নবীনগরের শ্যামগ্রাম, ছলিমগঞ্জ ও বড়িকান্দি ইউনিয়ন থেকে ৩১টি পরিত্যক্ত টেঁটা উদ্ধার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত