Ajker Patrika

নির্বাচন ঘিরে বেড়েছে আয়

মিঠাপুকুর প্রতিনিধি
আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১৩: ০৪
নির্বাচন ঘিরে বেড়েছে আয়

মিঠাপুকুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ঘিরে জমে উঠেছে ভোটের উৎসব। আর এতে করে ফটোকপির দোকান, খাবারের হোটেলসহ বিভিন্ন পেশার মানুষের আয় বেড়েছে। তাঁদের আশা, ৭ ফেব্রুয়ারি ভোটের দিন পর্যন্ত জমজমাট থাকবে ব্যবসা।

ঘোষিত তফসিল অনুযায়ী, ১৭ ইউপি নির্বাচনের জন্য এখন মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান চলছে। ১২ জানুয়ারি পর্যন্ত এই কাজের পর ১৫ জানুয়ারি চলবে মনোনয়ন যাচাই-বাছাই। মনোনয়নপত্র প্রত্যাহার করার দিন নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি।

এদিকে মনোনয়নপত্র ও ভোটারের তালিকা কেনার জন্য ট্রেজারি চালানের মাধ্যমে ব্যাংকে টাকা জমা দিতে হচ্ছে। এ কারণে চালান ফরম বিক্রি বেড়ে গেছে কয়েক গুণ। ফটোকপির দোকানগুলোতে ভোটার তালিকা ছাপিয়ে নেওয়ার হিড়িক পড়েছে। মিঠাপুকুর বাজারের মা কম্পিউটারের পরিচালক মমিনুল ইসলাম জানান, এখন পর্যন্ত তিনি ১ লাখ কপি পেজ ভোটার তালিকা প্রিন্ট করেছেন।

প্রার্থী ও তাঁদের কর্মী-সমর্থকদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার জন্য গ্রাম থেকে উপজেলা সদরে আসতে হচ্ছে। এ জন্য প্রয়োজন পড়ছে যানবাহনের। অটোরিকশাচালক রমজান আলী জানান, তিনি গত চার দিন ধরে প্রার্থী ও সমর্থকদের বহন করছেন। আগের তুলনায় ভাড়াও বেশি পাচ্ছেন।

ফটোকপির দোকানগুলোতেও ভিড় দেখা গেছে। সেখানে ভোটার তালিকাসহ পরিচয়পত্র ফটোকপি করতে চলছে ব্যস্ততা। ছাপাখানার মালিক ও কর্মচারীরা প্রার্থীদের কাছে ধরনা দিয়ে পোস্টার ও লিফট ছাপানোর অর্ডার নেওয়ার চেষ্টা করছেন। অনেক প্রার্থী আগেভাগেই মাইক বুকিং দিয়ে রাখছেন। প্রচারে পারদর্শী ভাষ্যকারদের কদর বেড়েছে।

জনসমাগম বেশি হওয়ায় উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ধরনের পণ্যের দোকান বসানো হয়েছে। এর মধ্যে শীতবস্ত্র, বইপত্র, আঁতর-টুপির দোকান রয়েছে। বসেছে অস্থায়ী খাবারের দোকানও। বিশেষ করে ধুমসে বিক্রি হচ্ছে চা-বিস্কুট-পান। খাবারের হোটেলে বেচাকেনা বেড়েছে বলে জানান বাঁধন হোটেলের মালিক বাদশা মিয়া।

সব মিলিয়ে নির্বাচন উপলক্ষে কিছুটা হলেও ব্যবসার বিস্তার ঘটেছে। অনেকেই বাড়তি আয় করার সুযোগ পেয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত