Ajker Patrika

ভারত থেকে আনা বই বন্দর থেকে খালাস

বেনাপোল প্রতিনিধি
আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১৮: ২৯
ভারত থেকে আনা বই  বন্দর থেকে খালাস

ভারত থেকে ছাপিয়ে আনা প্রাথমিক বিদ্যালয়ের ৫ লাখ ২৯ হাজার ৮৩৩টি পাঠ্যবই যশোরের বেনাপোল বন্দর থেকে খালাস করা হয়েছে।

গত বৃহস্পতিবার থেকে বেনাপোল বন্দরের ২৭ নম্বর পণ্যাগারে আসা পাঠ্যবই ভারতীয় ট্রাক থেকে খালাস হয়। বইগুলো বৃহস্পতিবার দিবাগত গভীর রাত পর্যন্ত দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্দেশে পাঠানো হয়।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এ বইয়ের চালান ২৯ ডিসেম্বর ভারত থেকে আনা হয়।

পাঠ্যবই বন্দর থেকে খালাসের সময় উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কর্মকর্তা সাইদুর রহমান।

বেনাপোল বন্দরের ২৭ নম্বর পণ্যাগারের ইনচার্জ মো. আব্দুল হাফিজ বলেন, ‘পাঠ্যবইয়ের আমদানিকারক প্রতিষ্ঠান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের কৃষ্ণা ট্রেডার্স। বইয়ের আমদানি মূল্য ১ লাখ ৩০ হাজার ৬৬৬ ইউএস ডলার।’

বন্দরে নতুন বই সরবরাহের দায়িত্বে থাকা বীর মুক্তিযোদ্ধা কাজী সিরাজুল হক বলেন, ‘আমরা বইগুলো একটু দেরিতে পেয়েছি। তবে বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে প্রধানমন্ত্রীর উদ্যোগ সফল করতে আমরা যথাসময়ে যথাস্থানে পৌঁছে দেব। সেই অনুযায়ী দ্রুত কাজ করা হচ্ছে।’

বই সরবরাহের দায়িত্বে নিয়োজিত সিঅ্যান্ডএফ এজেন্ট বেনাপোলের মেসার্স অ্যানেস্ক ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ফারুক হোসেন উজ্জল বলেন, ‘যেসব পাঠ্যবই ইতিমধ্যে ভারত থেকে ছাপিয়ে আনা হয়েছে তা সন্ধ্যা ১১টি ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে পৌঁছানোর লক্ষ্যে বন্দর থেকে খালাস শুরু হয়েছে। খালাসের পর বই নিয়ে ট্রাক যাতে দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারে সে জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে।’

শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের সংকট কমাতে ২০০৯ সালে সরকার বিনা মূল্যে বই বিতরণের সিদ্ধান্ত নেয়। ওই বছর সরকার ২৯৬ কোটি ৭ লাখ টাকার পাঠ্যপুস্তক বিতরণের উদ্যোগ নেয়। ২০১০ সালের ১ জানুয়ারি সারা দেশে বই উৎসব করা হয়।

এর পর থেকে প্রতিবছর সরকার বছরের প্রথম দিনে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে আসছে। তবে গত বছর করোনার কারণে কিছুটা বিঘ্ন ঘটে এই কার্যক্রমে। চলতি বছরেও ছাপাখানা জটিলতায় বছরের প্রথম দিনে সব শিক্ষার্থীকে বই তুলে দিতে হিমশিম অবস্থায় পড়তে সরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত