Ajker Patrika

ত্যাগের প্রতীক ‘যুদ্ধ জয়’

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১৫: ৫৪
ত্যাগের প্রতীক ‘যুদ্ধ জয়’

‘যুদ্ধ জয়’ মহান মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ভাস্কর্য নির্মিত হয়েছে। কুমিল্লা নগরীর প্রবেশপথ আলেখারচরে স্থাপিত ভাস্কর্যটি স্বাধীনতাযুদ্ধে শহীদ, জাতির শ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধা ও জনসাধারণের ত্যাগকে স্মরণ করিয়ে দেয়।

স্থানীয় সংস্কৃতিকর্মীদের উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের পাশাপাশি শফিউল গ্রুপের আর্থিক সহায়তায় নির্মিত হয় ভাস্কর্য। ২০০৭ সালের বিজয় দিবসে কুমিল্লা জেলা প্রশাসন এটি উদ্বোধন করেন। এর সৌন্দর্যবর্ধন ও রক্ষণাবেক্ষণ করছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক)।

কুমিল্লার সাংস্কৃতিক কর্মীসহ সুশীল সমাজের সদস্যরা মনে করেন, স্বাধীনতাযুদ্ধে কুমিল্লাবাসীর বেশ ভূমিকা রাখার সুযোগ হয়েছিল। সাংস্কৃতিক কর্মীদের দাবিতে নির্মিত এ ভাস্কর্য তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ ও লালন করতে আরও বেশি উদ্বেলিত করেছে।

নগরীর পদুয়ার বাজার এলাকার বাসিন্দা আলমগীর কবির বলেন, ‘আমরা যুদ্ধ দেখিনি। নগরীর প্রবেশমুখে এ ভাস্কর্য দেখে মুক্তিযুদ্ধকালীন পটভূমি উপলব্ধি করতে পারি।’

‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কুমিল্লার সভাপতি ও আদর্শ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মো. তারিকুর রহমান জুয়েল বলেন, গ্রাম-বাংলার সাধারণ মানুষের অংশগ্রহণেই মুক্তিযুদ্ধ হয়েছিল। যুদ্ধ জয় ভাস্কর্য এরই একটি প্রতীক। এটি দেখে তরুণ প্রজন্মের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানার আগ্রহ বাড়বে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত