Ajker Patrika

অপরিকল্পিত খাল খনন, তদারকিতে এলজিইডি

বরিশাল প্রতিনিধি
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৩৪
Thumbnail image

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলা শহর ঘেঁষে প্রবাহিত খাল অপরিকল্পিতভাবে খননের অভিযোগ তদারকি শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। প্রায় ১০ দিন আগে খাল খনন শুরু হলে খাল লাগোয়া কয়েকটি ভবনে ফাটল ও হেলে পড়ার অভিযোগ তুলেছেন ভবনমালিকেরা। অন্যদিকে খাল আরও প্রশস্ত করে খননের দাবি জানিয়ে খনন কাজ বন্ধ করে দিয়েছে পাতারহাট বন্দর বণিক সমিতি ও মাঝি-মাল্লারা।

উদ্ভূত পরিস্থিতিতে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রতিনিধির হিসেবে উপবিভাগীয় প্রকৌশলী মো. রোকনুজ্জামান গতকাল বুধবার ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেন। তিনি বলেন, ‘কিছুটা সরু করে খাল খনন করা হচ্ছে। খননস্থলের পাশেই দুটি ভবনে ফাটল দেখেছি। ওই ফাটল আগের নাকি খননের কারণে ধরেছে নিশ্চিত হওয়া যায়নি। সার্বিক বিষয়ে নির্বাহী প্রকৌশলীকে অবহিত করব।’

এলজিইডির বরিশালের নির্বাহী প্রকৌশলী শরীফ মো. জামাল উদ্দিন জানান, মেহেন্দিগঞ্জের পাতারহাট খাল খননে সেসব স্থান নিয়ে আপত্তি উঠেছে সেখানকার খনন কাজ আপাতত বন্ধ রাখতে ঠিকাদারকে নির্দেশ দিয়েছেন। কয়েকটি ভবন ফাটল ধরা প্রসঙ্গে বলেন, ‘ওই ভবনগুলো খালের জমি দখল করে নির্মিত হয়েছে। খনন শুরুর আগে ৩ দিন মাইকিং করে দখলদারদের স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তারপরও কারও মালিকানাধীন জমিতে নির্মিত ভবন ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে সংশ্লিষ্ট ঠিকাদারকে ক্ষতিপূরণ দিতে হবে।’ খাল সরু করে কাটা প্রসঙ্গে বলেন, ‘প্রকল্পটির নকশা যেভাবে অনুমোদিত হয়েছে সেভাবেই খনন করা হবে।’

এদিকে ক্ষতিগ্রস্ত ভবন মালিক সাবেক পৌর কাউন্সিলর আনিসুর রহমান জমাদ্দার জানান, তার দ্বিতল ভবনে ফাটল ধরায় সেটি বসবাসের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তিনি বুধবার থেকে ভবনটি অপসারণ কাজ শুরু করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত