Ajker Patrika

১০০ তালের চারা রোপণ করল শিশুরা

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৬: ৪৮
১০০ তালের চারা রোপণ করল শিশুরা

মানিকগঞ্জের ঘিওরে শিশুদের শতাধিক তাল গাছের চারা রোপণ করেছে শিশুরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন উপলক্ষে গতকাল সোমবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় এ চারা রোপণ করা হয়।

শিশুদের দিয়ে তাল গাছের চারা রোপণের এ কর্মসূচির আয়োজন করে ঘিওর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসব চারা রোপণ করে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ওয়াদিয়া শাবাব, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ বিপুল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুল মান্নান, ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা শেখ বিপুল হোসেন বলেন, শেখ রাসেল দিবস উপলক্ষে ঘিওরের বিভিন্ন স্থানে শিশুদের হাত দিয়ে শতাধিক তালের চারা রোপণ করা হয়েছে। বজ্রপাত থেকে রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে তালের চারা রোপণ কর্মসূচি সহায়ক ভূমিকা রাখবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

টিউলিপের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ দুদক: আইনজীবী

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

তৃতীয় শ্রেণিতেও বৃত্তি দেওয়া হবে: প্রাথমিক ও গণশিক্ষাসচিব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত