Ajker Patrika

‘ঘরে-বাইরে জোর দিতে হবে নারীর নিরাপত্তায়’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৪: ৪০
‘ঘরে-বাইরে জোর দিতে হবে নারীর নিরাপত্তায়’

ঘরে-বাইরে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তায় জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন তরুণ সংগঠকেরা। গতকাল শনিবার চট্টগ্রামে ‘জনস্থানে নারীর নিরাপত্তা ক্যাম্পেইন’ বিষয়ক এক কর্মশালায় এমন মন্তব্য করেন তাঁরা।

বক্তারা বলেন, ঘরে কিংবা বাইরে নারী ও কন্যাশিশুরা কোথাও নিরাপদ নয়। জনসমাগমস্থল ও চলার পথকে নারীদের জন্য নিরাপদ করার বিষয়টিকে আরও বেশি গুরুত্ব দিতে হবে।

নারীর প্রতি সহিংসতা ও হয়রানি রোধে জনসচেতনতার বিকল্প নেই উল্লেখ করে তাঁরা বলেন, একজন নারীর নিরাপত্তা ও চলার পথকে মসৃণ করতে হলে, তাঁকে অবশ্যই উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি এগিয়ে আসতে হবে তরুণ সমাজকে।

ডিইসি ফাউন্ডেশনের আয়োজনে নগরীর স্টেশন রোডে এশিয়ান এস আর হোটেলে অনুষ্ঠিত এই কর্মশালায় চট্টগ্রামের ৪৭টি সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এর সহযোগিতায় ছিল ইউএনডিপি, সিআরআই, ইয়ং বাংলা ও জাতীয় মানবাধিকার কমিশন। এতে সভাপতিত্ব করেন ডিইসি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সোমেন কানুনগো।

সভায় অংশগ্রহণকারী সংগঠনের নারী সদস্যরা জনবহুল স্থানে মুখোমুখি হওয়া অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি এর থেকে সমাধানের উপায় নিয়েও কথা বলেন। পাশাপাশি অংশ নেওয়া ৮৪ জন যুব সংগঠক নারীর নিরাপদ চলাচল নিশ্চিতের অঙ্গীকার করেন।

কর্মশালায় আলোচনা করেন বিদ্যুৎ বড়ুয়া, তানভীর শাহরিয়ার, মো. শাহজাহান প্রমুখ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মূলত এই ক্যাম্পেইনটি অনলাইন প্ল্যাটফর্মে সারা দেশব্যাপী পরিচালিত হচ্ছে। তবে বিশেষ বিবেচনায় ১০টি স্থানে সিআরআইয়ের ইয়ুথ প্ল্যাটফর্ম ইয়ং বাংলার ১০টি সংগঠনের মাধ্যমে মাঠপর্যায়ে পরিচালিত হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির মাহিন সরকারকে বহিষ্কার

এনবিআর কর্মকর্তার কাণ্ড: কৃত্রিম অঙ্গের ঘোষণা দিয়ে ৪৫০ টন গয়না আমদানি

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত