Ajker Patrika

কচুয়ায় তৃণমূলের প্রার্থী ঘোষণা করেছে আ. লীগ

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৭: ০৬
কচুয়ায় তৃণমূলের প্রার্থী ঘোষণা করেছে আ. লীগ

আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে চাঁদপুরের কচুয়া উপজেলার ১১ নম্বর গোহট দক্ষিণ ইউপির চেয়ারম্যান পদে ১১ প্রার্থীর নাম ঘোষণা করেছে ইউনিয়ন আওয়ামী লীগ। গতকাল বুধবার দুপুরে রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ মিলনায়তনে বর্ধিত সভায় এসব প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

এঁরা হচ্ছেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমির হোসেন, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সহসভাপতি সালাউদ্দীন ভূইয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সেলিম, সদস্য সোহেল চৌধুরী, আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম, জাহাঙ্গীর আলম, পূর্ণ চন্দ্র ভৌমিক, এমরান হোসেন, শহীদ উল্লাহ, শফিকুল ইসলাম চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেব।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, সহসভাপতি আমির হোসেন, হুমায়ুন কবির, কামরুন্নাহার ভূইয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুর জব্বার বাহার, জিয়াউর রহমান হাতেম, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সহসভাপতি সালাউদ্দীন ভূঁইয়া প্রমুখ।

অন্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-দপ্তর সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. কবির হোসেন, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম খোকা, সদস্য আবুল খাঁয়ের মজুমদার, আহসান হাবিব প্রাণজল, আলী আজগর প্রধান, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মবিন পাটওয়ারী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

টাইফয়েড টিকাদান কর্মসূচি পেছাল, পাবে ৫ কোটি শিশু-কিশোর

রাশিয়া খুবই বড় শক্তি, চুক্তি ছাড়া ইউক্রেনের কোনো গতি নেই: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত