Ajker Patrika

ভোটকেন্দ্রে থাকবেন আইটি শিক্ষকেরা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৬: ২১
ভোটকেন্দ্রে থাকবেন  আইটি শিক্ষকেরা

ব্রাহ্মণবাড়িয়ায় ভোট কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) কারিগরি ত্রুটি নিরসনে কাজ করবেন আইটি শিক্ষকেরা। এ উপলক্ষে গত ৯ ডিসেম্বর থেকে জেলা নির্বাচন অফিসে ইভিএম ট্রাবল শুটিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। জেলার ৭৫ জন শিক্ষককে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

৩টি ব্যাচে এই প্রশিক্ষণ হচ্ছে। ইতিমধ্যে প্রথম ও দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ শেষ হয়েছে। শেষ ব্যাচের প্রশিক্ষণ শেষ হবে আজ মঙ্গলবার। জেলার বিভিন্ন স্কুলের আইটি শিক্ষকেরা এ প্রশিক্ষণ নিচ্ছেন। ভোট কেন্দ্রে প্রশিক্ষিত শিক্ষকেরা ইভিএমের কারিগরি ত্রুটি নিরসনে সহায়তা করা ছাড়াও ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

এই ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, ৩ দিনের প্রশিক্ষণে ইভিএমের ছোট খাট ত্রুটি নিরসনে প্রশিক্ষণার্থীরা পারদর্শিতা অর্জন করবেন। তাঁদের মধ্যে থেকে একটি ইভিএম ভোট কেন্দ্রের জন্য ১-২ জনকে নিয়োগ দেওয়া হবে। কেন্দ্রটিতে তাঁরা টেকনিক্যাল সাপোর্ট দেবেন। এর বাইরে নির্বাচন কমিশন থেকেও ডাটা এন্ট্রি অপারেটর বা টেকনিক্যাল পারসন দেওয়া হয়। তাঁরা সংখ্যায় সীমিত হওয়ায় এ ক্ষেত্রে প্রশিক্ষণের মাধ্যমে পারদর্শী লোক বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত