Ajker Patrika

‘সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৬: ৪৭
‘সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ’

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য আওয়ামী লীগের ব্যবসায়ী সিন্ডিকেটকে দায়ী করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এই সিন্ডিকেটের কারণে সরকার দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে পারছে না বলে অভিযোগ করেছেন তিনি।

গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর বিএনপির মানববন্ধনে খন্দকার মোশাররফ এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, এই সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ। সরকার জানে দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে যে সিন্ডিকেট আছে, তাঁরা সবাই আওয়ামী লীগ সমর্থক ব্যবসায়ী। যে কারণে সরকার দ্রব্যমূল্যের লাগাম টেনে না ধরে উল্টো এই সিন্ডিকেটকে উৎসাহিত করছে। তাঁদের সুবিধা দেওয়ার জন্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা নিচ্ছে না সরকার।

খন্দকার মোশাররফ আরও বলেন, দেশের মানুষ আজ বিপর্যস্ত। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। মধ্যবিত্ত মানুষ আজ নিম্নবিত্তে পরিণত হয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে অনেক মানুষ দুবেলা দুমুঠো ভাত খেতে পারছে না। অনেকে অর্ধাহারে-অনাহারে থাকছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম, আজিজুল বারী হেলাল প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত