Ajker Patrika

কয়রায় ইউপি সচিবকে পেটালেন চেয়ারম্যান

কয়রা প্রতিনিধি
আপডেট : ২৩ মার্চ ২০২২, ১৪: ২৭
কয়রায় ইউপি সচিবকে পেটালেন চেয়ারম্যান

রাতে অফিস করতে অস্বীকৃতি জানানোয় ইউপি সচিব ইকবাল হোসেনকে বেধড়ক মারপিট করেছেন কয়রা মহারাজপুরের ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ। মারপিটের ঘটনা ধামাচাপা দিতে সচিবকে দিয়ে মুচলেকাও লিখে নেওয়া হয়েছে।

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস বলেন, সচিব ইকবাল হোসেন যদি অভিযোগ করেন তাহলে আমরা আইনগত পদক্ষেপ গ্রহণ করব। গত সোমবার রাতে বাড়ি থেকে লোক পাঠিয়ে সচিবকে তুলে নিয়ে মারপিট করা হয়। আহত সচিবকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইউপি সচিব ইকবাল হোসেন বলেন, মহারাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ সপ্তাহের প্রায় প্রতিদিনই বিকেলে অফিসে আসেন। আর গভীর রাত পর্যন্ত অফিস করেন। এতে করে সেবা প্রত্যাশীরা ভোগান্তির সম্মুখীন হন। সোমবার যথারীতি বিকেলে ইউপি কার্যালয়ে আসেন চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ। কিন্তু বিকেল ৫টা বেজে যাওয়ায় সচিব অফিস ত্যাগ করেন। চেয়ারম্যান তাকে অফিসে আসতে বললে তিনি ৫টার পর অফিস করতে পারবেন না বলে জানালে চেয়ারম্যানের লোকজন তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যান। সেখানে তাকে আটকে রেখে বেদম মারপিট করা হয়।

সচিবের মারপিটের খবর চারদিকে ছড়িয়ে পড়লে কয়রা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিমেষ বিশ্বাস ও থানার ওসি রবিউল হোসেন ঘটনা স্থানে পৌঁছান। চেয়ারম্যান কৌশলে ইউএনও’র মাধ্যমে সচিব এর মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়।

ভুক্তভোগী সচিবের ডান হাত রক্তাক্ত ক্ষতবিক্ষত হয়েছে। বাম হাত ভেঙে গেছে। শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের সৃষ্টি হয়েছে। তাকে দেওয়া হয়নি কোনো চিকিৎসা। একপর্যায়ে সচিবের মায়ের কাকুতি-মিনতির পর তাকে ছেড়ে দেওয়া হলেও চাকরি যাওয়ার ভয় দেখিয়ে আইনের আশ্রয় নেওয়া থেকে সচিবকে বিরত রেখেছেন তারা।

তবে মারপিটের ঘটনা পুরোপুরি অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ। তিনি বলেন, সচিবকে মারপিটের কোন ঘটনা ঘটেনি। মারপিট করা হলে তিনি ইউএনও এবং ওসির কাছে লিখিত অভিযোগ দায়ের করত। সচিব গত মাসের ৭ তারিখে এখানে যোগদান করেছে। সে কোন দিন রাতে অফিস করেনি। আমার বিরুদ্ধে একটা মহল মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত