Ajker Patrika

জমজমাট শীতবস্ত্রের বাজার

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ২২: ০৬
জমজমাট শীতবস্ত্রের বাজার

সীমান্তবর্তী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কয়েক সপ্তাহ ধরেই বইছে হিমেল হাওয়া। দিনভর রোদ আর সন্ধ্যা ঘনিয়ে এলেই হালকা ঠান্ডা ঠান্ডা ভাব। এর মধ্যেই গরম কাপড়ের জন্য মানুষ ভিড় করছেন শীতবস্ত্রের বাজারে।

পৌর সুপার মার্কেটের ব্যবসায়ী মহিউদ্দিন আহাম্মদ বলেন, দুই সপ্তাহ আগে থেকেই শীতবস্ত্রের জন্য দোকানে ক্রেতারা আসছেন। গত কয়েকদিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর হালকা কুয়াশাচ্ছন্ন পরিবেশের কারণে শীত বেড়েছে। তাই শীতবস্ত্র বিক্রি আগের তুলনায় বেড়েছে।

অপরদিকে ফুটপাতে বসা শীতবস্ত্র বিক্রেতা রবিউল আলী বলেন, ফুটপাতে বসা দোকানগুলোতে ক্রেতা হচ্ছে নিম্নআয়ের মানুষজন। মাঝে মধ্যে কিছু মধ্যবিত্তরাও আসেন। প্রতি বছর এমন সময় শীতবস্ত্রের বড় বড় বস্তা এনে শীতবস্ত্র দোকানে সাজাই। সাধারণ মানুষ কমদামে শীত নিবারণের জন্য শীতবস্ত্র সংগ্রহে ভিড় জমান।

শীতবস্ত্র সংগ্রহ করতে আসা আজিম সরকার বলেন, বড় বড় বিপণিবিতানের দোকানগুলোতে গেলে বেশি দামে শীতের কাপড় কিনতে হয়। বেশি দামে সংগ্রহের সাধ্য নেই। তাই নিম্ন আয়ের মানুষের ঠিকানা ফুটপাত।

আরেক ক্রেতা আহমেদ রুবেল বলছেন, দোকানগুলো যেন অধিক দামে শীতবস্ত্র বিক্রি করতে না পারে সেজন্য প্রশাসনের নজরদারি প্রয়োজন। নতুবা মানুষ বিক্রেতাদের মনগড়া দামেই কিনতে বাধ্য হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত