Ajker Patrika

খানাখন্দে চলাচলের অযোগ্য

জয়নুল আবেদীন, সাঘাটা (গাইবান্ধা)
আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১৫: ১৭
খানাখন্দে চলাচলের অযোগ্য

গাইবান্ধার সাঘাটায় বেহাল হয়ে পড়েছে ভন্নতের বাজার থেকে কাঠালতলী বাজার সড়কটি। সৃষ্ট খানাখন্দের কারণে রাস্তাটি যানবাহন চলাচলের অযোগ্য হয়ে গেছে। প্রয়োজনের তাগিদে চলাচল করতে গিয়ে জনসাধারণকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার ভন্নতের বাজারসংলগ্ন সেতুর পাশ থেকে রাস্তাটি দক্ষিণে কাঠালতলী বাজার পর্যন্ত চলে গেছে। প্রায় ২০ বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ১০ ফুট চওড়া এবং প্রায় দেড় কিলোমিটার দৈর্ঘ্যের এ রাস্তাটি পাকা করে। পরবর্তীতে এটি আর সংস্কার করা হয়নি।

এই রাস্তা দিয়ে প্রতিদিন কচুয়া, ওসমানেরপাড়া, পাঠানপাড়া, সোনাতলা, চন্দনপাঠ, বড়াইকান্দি, ঝৈলতলা, গজারিয়া, কামালের পাড়া, গড়গড়িয়াসহ দুটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের লোকজন হাটবাজার ও নানা স্থানে যাতায়াত করেন। দীর্ঘ সময় ধরে রাস্তাটির সংস্কারকাজ না করার কারণে দিন দিন এর পাথর উঠে অসংখ্য ছোটবড় গর্তের সৃষ্টি হয়েছে।

বড়াইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাইদুর রহমান বলেন, ‘এই রাস্তাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। বিভিন্ন গ্রামের লোকজন, কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এ রাস্তায় যাতায়াত করেন। রাস্তা ভাঙাচোরা হওয়ার কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে।’

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ার হোসেন জানান, এখান দিয়ে প্রতিদিন শত শত যানসহ অসংখ্য মানুষ চলাচল করে। রাস্তাটির পুরো অংশের পিচ নষ্ট হয়ে গর্তের সৃষ্টি হয়েছে। ফলে রাস্তাটি সব ধরনের যান চলাচলের জন্য অযোগ্য হয়ে পড়েছে। জরুরিভাবে এর সংস্কার হওয়া দরকার। তা না হলে আগামী বর্ষা মৌসুমে এর চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত হবে।

এ ব্যাপারে সাঘাটা উপজেলার উপসহকারী প্রকৌশলী হারুনুর রশিদের সঙ্গে কথা হলে তিনি জানান, রাস্তাটি সংস্কারে টেন্ডার এখনো হয়নি। কবে সংস্কার করা হবে তা তিনি সুনির্দিষ্ট করে জানেন না বলে জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত