Ajker Patrika

কম ঝুঁকিতে বেশি লাভ বাড়ছে বাদাম চাষ

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১৩: ৩৫
কম ঝুঁকিতে বেশি লাভ বাড়ছে বাদাম চাষ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গত কয়েক বছর পরীক্ষামূলক চীনা বাদাম চাষ করা হচ্ছে। কম ঝুঁকি, ব্যাপক চাহিদা ও বাজারে বাদামের ভালো দাম থাকায় চাষে আগ্রহী হচ্ছেন এখানকার কৃষকেরা।

এবার হাইলধর ইউনিয়নের ফকিরার চরেও বাদাম চাষ করা হয়েছে। ৪০ হেক্টর জমিতে কয়েক প্রকারের চীনা বাদামের চাষ করেন স্থানীয় চাষিরা। এর মধ্যে ‘ত্রিদানা’ ও ‘জুমকা’ নামের দুই জাতের বাদামের ফলন ভালো হয়েছে।

এতে শতাধিক টনের বেশি বাদাম উৎপাদনের লক্ষ্যমাত্রার আশা সংশ্লিষ্টদের। তা ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে আরও ২২ হেক্টর জমিতে বাদামের চাষ করা হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, উপজেলার হাইলধর ইউনিয়নের সাঙ্গু নদীর তীরে গড়ে ওঠা ফকিরার চরটিতে সব ধরনের কৃষি পণ্যের উৎপাদন হয়। চরের পলিমাটি, উপযুক্ত পরিবেশ ও আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর চরটিতে বাদামের বাম্পার ফলন হয়েছে। কম ঝুঁকি, ব্যাপক চাহিদা ও বাজারে বাদামের ভালো দাম থাকায় গত দুই বছর ধরে বাদাম চাষে আগ্রহী হচ্ছেন এখানকার চাষিরা। তা ছাড়া উপজেলার বরুমচড়া, চাতরি, বারখাইন, বারশত, বটতলী ও জুঁইদন্ডী ইউনিয়নে প্রদর্শনীমূলক বাদাম চাষ করা হয়েছে।

স্থানীয় কৃষক আবুল কাশেম জানান, সাঙ্গু নদের মাঝখানে চরটি জেগে ওঠার পর থেকে স্থানীয় কৃষকেরা এ চরে ধান, মরিচ, আলু, বেগুন, শিম, টমেটো, বরবটিসহ বিভিন্ন ধরনের ফসল চাষ করে থাকেন। কিন্তু বিগত ২ বছর আনোয়ারা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় বাদাম চাষ শুরু হয়। আর এতে আমরা ভালো লাভবান হচ্ছি।

ফকিরার চরের কৃষক মো. আলমগীর বলেন, বাদাম চাষ করতে তেমন খরচ করতে হয় না। পরিশ্রমও কম করতে হয়। তাই এ বছর ২ হেক্টর জমিতে বাদাম চাষ করে ভালো ফলনও হয়েছে।

এই বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী বলেন, বাদাম একটি উচ্চফলনশীল ফসল। বাদাম চাষে তেমন সেচ ও পরিশ্রমের প্রয়োজন পড়ে না। তা ছাড়া হাইলধর ইউনিয়নে সাঙ্গু নদীতে জেগে ওঠা ফকিরার চরটি এলাকার শস্যভান্ডার হিসেবে পুরো এলাকার কৃষি পণ্যের চাহিদা পূরণ করেন। এ চরের পলি মাটিগুলো অপেক্ষাকৃত চাষাবাদে বেশি উর্বর, যার ফলে এ চরে এ বছর বাদামের ফলন ও ভালো হয়েছে।

তিনি আরও বলেন, চলতি মৌসুমে ৪০ হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে। এ বছর ত্রিদানা ও জুমকা নামের দুই জাতের বাদামের ভালো আবাদ হয়েছে। আশা করা হচ্ছে ১০০ থেকে ১৩০ টন উৎপাদনে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত