Ajker Patrika

‘স্বাধীনতাবিরোধী অপশক্তি নানা ষড়যন্ত্রে লিপ্ত’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৩: ৩৯
‘স্বাধীনতাবিরোধী অপশক্তি নানা ষড়যন্ত্রে লিপ্ত’

বিজয় শিখা প্রজ্বালনের মধ্য দিয়ে চট্টগ্রামে সাত দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের এম এ আজিজ স্টেডিয়ামের প্রবেশমুখে এই বিজয় শিখা প্রজ্বালন করা হয়।

আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন মুক্তিযুদ্ধকালীন অপারেশন জ্যাকপট অভিযানের কমান্ডার কমোডর এ ডব্লিউ চৌধুরী বীর উত্তম ও বীর বিক্রম।

কমোডর এ ডব্লিউ চৌধুরী এ সময় বলেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি ৯ মাস যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছিল। কিন্তু আজও স্বাধীনতাবিরোধী অপশক্তি নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমাদের এসব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে এগিয়ে যেতে হবে।’

এ সময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন একাত্তরের মার্চ মাসে গঠিত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রধান নূর মোহাম্মদ ও উপপ্রধান শাহ বদিউল আলম। তাঁরা বিজয় শিখা প্রজ্বালনের অগ্নিশলাকা মুক্তিযোদ্ধাদের সন্তান ও নতুন প্রজন্মের প্রতিনিধিদের হাতে তুলে দেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিজয় মেলা পরিষদের মহাসচিব মুক্তিযোদ্ধা মো. ইউনুছ, নগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাছিনা মহিউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা পান্টু লাল সাহা, নৌ কমান্ডো আনোয়ার হোসেন, প্রফেসর সেকান্দর চৌধুরী, নগর আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য শেখ ইফতেখার সাইমুল চৌধুরী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির মাহিন সরকারকে বহিষ্কার

এনবিআর কর্মকর্তার কাণ্ড: কৃত্রিম অঙ্গের ঘোষণা দিয়ে ৪৫০ টন গয়না আমদানি

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত