Ajker Patrika

বিজয় দিবসের কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৫: ১৪
বিজয় দিবসের কর্মসূচি ঘোষণা

মহান বিজয় দিবসে চট্টগ্রামের সিনেমা হলসমূহে বিনা টিকিটে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র দেখতে পারবেন শিক্ষার্থীরা। পাশাপাশি নগরের খোলা স্থানেও মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হবে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনে তিন দিনের বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এর মধ্যে থাকছে এই চলচ্চিত্র প্রদর্শনী।

আগামী ১৫ ডিসেম্বর বিকেল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের শেখ রাসেল চত্বরে মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার মধ্যে দিয়ে শুরু হবে কর্মসূচি। একই দিন সন্ধ্যায় নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে বিজয়ের আতশবাজি ও লেজার শো করা হবে।

দিবসের মূল কর্মসূচি শুরু হবে ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের পরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ৫০ বার তোপধ্বনির মধ্যে দিয়ে। একই সময়ে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এ সময় সকল সরকারি, আধা-সরকারি, বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এ দিন সকাল ৮টায় নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এ সময় বিভিন্ন সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে বর্ণাঢ্য কুচকাওয়াজ প্রদর্শন করা হবে।

১৬ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেখ রাসেল চত্বরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হবে। হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা, শিশু পরিবার ও ভবঘুরে আশ্রয়কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন, জেলা ও উপজেলা সদরে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট, নৌকাবাইচ, ফুটবল, কাবাডি ও হা-ডু-ডু খেলার আয়োজন ও প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় আলোচনা ও সিম্পোজিয়াম হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির মাহিন সরকারকে বহিষ্কার

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

আদালতে আসামির স্বীকারোক্তি—১০ লাখ টাকা লোন দেয়নি বলে ব্যাংকে চুরির সিদ্ধান্ত নিই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত