Ajker Patrika

১৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১২: ০০
১৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রতারণার ১১টি মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জাহিদ হোসেন খলিফাকে গ্রেপ্তার করেছে বগুড়া পুলিশ। তিনি ১১ বছর ধরে পরিবারসহ আত্মগোপনে ছিলেন।

গতকাল শুক্রবার বিকেলে জাহিদ হোসেনকে আদালতে পাঠানো হয়। এর আগে টেকনাফ থেকে গত বুধবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জাহিদ হোসেন বগুড়া সদর উপজেলার কাটনারপাড়া এলাকার বাসিন্দা। এ তথ্য নিশ্চিত করেন বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) জাকির আল আহসান।

এসআই জাকির জানান, আসামি জাহিদ ১১টি মামলায় সাজাপ্রাপ্ত আসামি হয়ে ১১ বছর ধরে পলাতক ছিলেন। এ ছাড়া তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধেও আরও ৯টির মতো প্রতারণার মামলা আছে। তাঁরাও সাজাপ্রাপ্ত হয়ে পলাতক রয়েছেন। এই পরিবারের (জাহিদসহ তাঁর স্ত্রী, সন্তান ও পুত্রবধূ) বিরুদ্ধে চার কোটিরও বেশি টাকা আত্মসাতের প্রায় ২০টি প্রতারণার মামলা আছে। সব মামলারই সাজা নিয়ে তাঁরা আত্মগোপনে ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফে অভিযান চালিয়ে জাহিদ হোসেন খলিফাকে গ্রেপ্তার করা হয়। তাঁকে গ্রেপ্তারে সহায়তা করে র‍্যাব-১৫-এর টেকনাফ ক্যাম্প। এই পরিবারের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত