Ajker Patrika

আলালের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৩: ৪৫
আলালের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের নেতারা। একই সঙ্গে বিভিন্ন সময়ে ছাত্রদল-ছাত্রশিবির হাতে ছাত্রলীগ নেতা-কর্মী নিহত হওয়ার ঘটনায় দোষীদের বিচারের দাবি করেন তাঁরা।

গতকাল শুক্রবার বিকেল ৩টায় নগরীর দোস্ত বিল্ডিংয়ে দলীয় কার্যালয় চত্বরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে এমন দাবি করেন ছাত্রলীগ নেতারা।

সমাবেশে বিএনপি নেতা আলালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। এর পাশাপাশি বিভিন্ন সময় সশস্ত্র হামলায় নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন, বুয়েট ছাত্রলীগ কর্মী শহীদ আরিফ রায়হান দ্বীপ, বুয়েট ছাত্রী সাবিকুন নাহার সনি, চট্টগ্রামের বাকলিয়া সরকারি কলেজ ছাত্রলীগের ৮ নেতা-কর্মী হত্যার রায় দ্রুত ঘোষণা ও অনতিবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।

এর আগে একটি বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। পরে সেটি নিউমার্কেটসহ নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা ছাত্রলীগ সভাপতি আরিফুর রহমান রাসেল, সীতাকুণ্ডের সভাপতি শিহাব উদ্দিন, সাধারণ সম্পাদক এসএম রিয়াদ জিলান, মিরসরাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক একরামুল হক সোহেল সহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির মাহিন সরকারকে বহিষ্কার

এনবিআর কর্মকর্তার কাণ্ড: কৃত্রিম অঙ্গের ঘোষণা দিয়ে ৪৫০ টন গয়না আমদানি

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত