Ajker Patrika

এক বছরের চুক্তিতে থাকছেন ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১৭: ১৬
এক বছরের চুক্তিতে থাকছেন ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে ফের দায়িত্ব পেতে যাচ্ছেন মোহা. শফিকুল ইসলাম। চাকরির মেয়াদ শেষ হওয়ার পর তাঁকে এক বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, শিগগিরই এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে।

চাকরির মেয়াদ শেষ হওয়ায় গতকাল বৃহস্পতিবার শফিকুল ইসলামকে অবসরে পাঠানোর প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। এতে বলা হয়েছে, চাকরির বয়স ৫৯ হওয়ায় তাঁকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, শফিকুলকে চুক্তিতে নিয়োগ দিতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী বিষয়টি অনুমোদন করলেই জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে। শফিকুলকে শিগগিরই চুক্তিতে নিয়োগ দেওয়া হবে। এ জন্য তার শূন্যপদে কাউকে চলতি দায়িত্বে দেওয়া হবে না।

শফিকুল ইসলাম ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। এর আগে ২০১৯ সালের ১৬ মে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) প্রধান হিসেবে যোগদান করেন। তার আগে অতিরিক্ত পুলিশ কমিশনার এবং পুলিশ কমিশনার হিসেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এবং ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবেও দায়িত্ব পালন করেন। শফিকুল ইসলাম চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার নওদাবন্ড বিল দোয়ারপাড়া গ্রামের ১৯৬২ সালে জন্মগ্রহণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত