Ajker Patrika

‘চেতনা শাণিত করে বিজয় শোভাযাত্রা’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৫: ১৯
‘চেতনা শাণিত করে বিজয় শোভাযাত্রা’

বিজয় শোভাযাত্রা চেতনাকে শাণিত করে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল। গতকাল রোববার নগরীর সিজেকেএস কনফারেন্স হলে এক মতবিনিময় সভায় ভার্চ্যুয়ালি যোগ দিয়ে এ কথা বলেন তিনি। মুজিব শত বর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বিজয় শোভাযাত্রার প্রস্তুতি নিয়ে এ সভার আয়োজন করে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ।

এ সময় শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘সরকারি বাহিনীসমূহ, বিভিন্ন সরকারি-আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সর্বস্তরের জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিজয় শোভাযাত্রায় নতুন মাত্রা যোগ করবে।

মুহিবুল হাসান চৌধুরী বলেন, সাম্প্রদায়িক অপশক্তি ও দেশবিরোধী অশুভ চক্র আবারও ষড়যন্ত্রে মেতেছে। বীর চট্টলার অকুতোভয় জনতা এ অপশক্তিকে রুখে দেবে।

মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের আহ্বায়ক আইনজীবী শেখ ইফতেখার সাইমুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ। প্রধান বক্তা ছিলেন বোরহানুল হাসান চৌধুরী সালেহীন।

সভায় অন্যান্যের মধ্যে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফয়জুল্লাহ, মেরিটাইম ইনস্টিটিউটের অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমান, আনসার অধিনায়ক এ এস এম আজিম উদ্দিন ও আজিজুর রহমান, রেল কর্মকর্তা কামাল আকতার হোসেইন, সিএমপির এডিসি এস বি মির্জা সাঈম মাহমুদ, কমান্ড্যান্ট এস এম শিবলী নোমান, ডেপুটি জেলার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সাইমুর উদ্দিন, আরএনবির কমান্ড্যান্ট শফিকুল ইসলাম বক্তব্য দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির মাহিন সরকারকে বহিষ্কার

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

আদালতে আসামির স্বীকারোক্তি—১০ লাখ টাকা লোন দেয়নি বলে ব্যাংকে চুরির সিদ্ধান্ত নিই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত