Ajker Patrika

সুচিকিৎসার দাবিতে রাজশাহীতে মানববন্ধন

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১৪: ১৩
সুচিকিৎসার দাবিতে রাজশাহীতে মানববন্ধন

রাজশাহীতে সুচিকিৎসার দাবিতে মানববন্ধন হয়েছে। মানববন্ধন থেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ছাড়াও গজিয়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা সেবার নামে নৈরাজ্যের প্রতিবাদ জানানো হয়। গতকাল শনিবার সকালে রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে স্থানীয় সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ।

কর্মসূচিতে রাজশাহীর বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও বীর মুক্তিযোদ্ধারা অংশ নিয়ে চিকিৎসকদের নানা অপকর্মের চিত্রও তুলে ধরেন। তাঁরা বলেন, মানুষ এখন চিকিৎসা ব্যবস্থায় প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। চিকিৎসায় চিকিৎসকদের বর্ধিত ফি নিয়েও অসহায় হয়ে পড়েছেন। বেসরকারি ক্লিনিক, প্যাথলজিতে চিকিৎসকেরা রোগীদের কাজ থেকে অতিরিক্ত ফি আদায় করছেন। কর্মসূচি থেকে মানুষের আয়ের সঙ্গে সংগতি রেখে ফি নেওয়ার দাবি জানানো হয়।

বক্তারা বলেন, রামেক হাসপাতালে চিকিৎসকদের পাশাপাশি এখন দায়িত্বরত আনসারেরাও বেপরোয়া হয়ে উঠেছে। এখানে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। কখনো কখনো শারীরিকভাবেও তাদের লাঞ্ছিত করা হচ্ছে। এতে রামেক হাসপাতালের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। কর্মসূচি থেকে রামেক হাসপাতালে হয়রানি বন্ধ করার দাবি জানিয়ে বক্তারা বলেন, রামেক হাসপাতালে খাবারের মান বৃদ্ধি করতে হবে। ভুল চিকিৎসা বন্ধ করতে হবে। হাসপাতালের অনিয়ম-অব্যবস্থাপনা অবিলম্বে বন্ধ করে চিকিৎসাসেবার মান বাড়াতে হবে।

রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি মো. লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক জামাত খান, সাংগঠনিক সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, রাজশাহী চেম্বারের সাবেক পরিচালক হারুনার রশিদ, মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি নুরুল ইসলাম মতিন, আইনজীবী এন্তাজুল হক বাবু, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের রাজশাহীর নেত্রী সেলিনা বেগম, বীর মুক্তিযোদ্ধা শফিকুল আলম, বজলুর রহমান, প্রকৌশলী খাজা তারেক, যুবনেতা কে এম জুয়ায়েদ হোসেন জিতু, সমাজসেবক গোলাম নবী রনি, পরিবেশবিদ মিজানুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের সাবেক উপপরিচালক মোজাম্মেল হক, ছাত্রনেতা জাহিদ হাসান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত