Ajker Patrika

অর্থনীতিতে রাখা অবদানই বাঁচিয়ে রাখবে তাঁকে

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৯: ৫৭
অর্থনীতিতে রাখা অবদানই বাঁচিয়ে রাখবে তাঁকে

মানুষ মরে গেলে মাটির সঙ্গে মিশে যায়। তবে কিছু কিছু মানুষ মরে গেলেও তাদের অসামান্য কৃতকর্মের রেশ থেকে যায় পরিবারে, সমাজে, দেশে। তেমনই একজন মানুষ আকতার হোসেন। যিনি বাংলাদেশের ইলেকট্রনিক পণ্য বাজারজাতের সঙ্গে জড়িত অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান র‌্যাংগসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং ভারতীয় মোটরসাইকেল প্রস্তুতকারক প্রতিষ্ঠান টিভিএসের বাংলাদেশের ভাইস চেয়ারম্যান।

গত শুক্রবার তিনি চলে গেছেন না-ফেরার দেশে। ৩০ বছর ধরে তিনি ইলেকট্রনিক পণ্যের অ্যাসেম্বল, উৎপাদন, আমদানি, রপ্তানি, মেরামতসহ যাবতীয় সেবা এবং এর মধ্য দিয়ে বিপুল মানুষের কর্মসংস্থান ও ক্ষুদ্র উদ্যোক্তাদের কাজের সুযোগ করে দিয়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন।

র‌্যাংগসের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের মহাব্যবস্থাপক জানে আলম আজকের পত্রিকাকে জানান, আকতার হোসেন ১৯৬৭ সালে উচ্চশিক্ষার জন্য জাপানে যান। পড়াশোনা শেষে ১৯৭২ সালে দেশে ফিরে আসেন। এরপরই তিনি ১৯৭২ সালে হুসাইন ট্রেডিং নামে ট্রেডিং ব্যবসা দিয়ে তাঁর ব্যবসায়িক জীবন শুরু করেন। এ সময় তিনি জাপানি পণ্য সনি ও মিতসুবিশি গাড়ি বাংলাদেশে নিয়ে আসেন। ১৯৯৪ সালে র‌্যাংগস ইলেকট্রনিক নামে নিজের ইলেকট্রনিক প্রতিষ্ঠানের বাংলাদেশে যাত্রা শুরু করে এবং র‌্যাংগসই বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান, যা জাপানের স্বনামধন্য ব্র্যান্ড সনি পণ্য ৩০ বছর ধরে বাংলাদেশে বাজারজাত করে আসছে।

র‌্যাংগসের কর্মকর্তা জানে আলম আরও জানান, আকতার হোসেন র‌্যাংগসের মাধ্যমে বিশ্বখ্যাত ব্র্যান্ড প্যানাসনিক, ফুজি, ডাইসান, এনজার, টাইগার ও হাইসেন্স পণ্যের বাজারজাত করেন বাংলাদেশে। তাঁর প্রতিষ্ঠানে সরাসরি কর্মরত প্রায় ২০ হাজার মানুষ। পরোক্ষভাবে আরও প্রায় ৮০ হাজার মানুষ তাঁর প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত