Ajker Patrika

মাঠজুড়ে হলুদের সমারোহ

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১৫: ২৪
Thumbnail image

বাতাসে দুলছে হলুদ ফুল। মাঠ জুড়ে যেন হলুদের সমারোহ। দূর থেকে দেখে মনে হয় মাঠ হলুদ চাদরে ঢাকা। শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় মাঠের পর মাঠ সরিষার হলুদ ফুলে ছেঁয়ে গেছে। ভালো ফলনে খুশি উপজেলার সরিষা চাষিরাও।

জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় গত বারের তুলনায় ২০০ হেক্টরের বেশি জমিতে সরিষার চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন চাষিরা। বর্তমানে গাছে গাছে ফুটেছে ফুল। ফুলে ফুলে মধু আহরণে ভিড়ছে মৌমাছি।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, আবহাওয়া অনুকূলে থাকায় গত বছরের তুলনায় এবার সরিষার উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। এ বছর উপজেলার ৭টি ইউনিয়নে ১ হাজার ৮০০ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। বারি-১৪, ১৭, ১৮ ও বিনা-৪ ও ৯ জাতের সরিষা চাষ হয়েছে বেশি। চলতি মৌসুমে ভালো দাম পেলে ভবিষ্যতে চাষাবাদ আরও বাড়বে।

সরিষা চাষি হাসান মোল্যা বলেন, গত বছরের তুলনায় এবার ৩০ শতাংশ বেশি জমিতে সরিষা চাষ করেছি। এক থেকে দের মাস পর এ ফসল ঘরে উঠবে। গত বছর ভালো দাম পেয়েছিলাম। এ জন্য এবার বেশি জমিতে সরিষা আবাদ করেছি। অন্য ফসলের চেয়ে সরিষা উৎপাদনে খরচ অনেক কম। তাই লাভ বেশি হয়। তবে সবকিছু নির্ভর করছে সরিষা ওঠার মৌসুমে বাজার দর কমে থাকে তার ওপর।’

উপজেলার সুরুজ মোল্লা, লিয়াকত মোল্যা, জিবলু, মিজানসহ একাধিক কৃষক জানান, উপজেলার অধিকাংশ জমিতে সরিষা আবাদ শেষ হয়েছে। আগাম চাষিদের গাছে ফুল এসেছে। তবে সব জমিতে পুরোপুরি ফুলে ফুলে ভরে উঠতে আরও কিছুদিন সময় লাগবে।

উপজেলা কৃষি কর্মকর্তা শেখ আজিজুর রহমান বলেন, ‘দেশি জাতের সরিষা চাষে ফলন কম হওয়ায় কৃষকদের ভালো কম হয়। এ জন্য তাঁরা হাইব্রিড সরিষা চাষে আগ্রহী হচ্ছেন। চাষিরা বারি-১৪, বারি-১৭, বারি-১৮, ও বিনা-৪, বিনা-৯ জাতের সরিষা আবাদ করেছেন। এবার সরিষার ফলন অনেক ভালো হয়েছে। দাম পেলে লাভবান হবেন চাষিরা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত