Ajker Patrika

কলকাতা পৌর নির্বাচনের ভোট আজ

কলকাতা প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১২: ৫১
Thumbnail image

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার পৌরসভা নির্বাচনের ভোট অনুষ্ঠিত হচ্ছে আজ রোববার। রাজ্য বিধানসভা ভোটে বড় জয়ের পর এবার পৌর নির্বাচন নিয়েও আশাবাদী তৃণমূল। কলকাতার প্রথম মুসলিম মেয়র ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের দাবি, জয়ের বিষয়ে নিশ্চিত তাঁরা। তবে হাল ছাড়তে নারাজ বিজেপিও।

আজ কলকাতা মহানগরীর মোট ১৪৪টি ওয়ার্ডে ভোট গ্রহণ হবে। সব আসনেই প্রার্থী দিয়েছে তৃণমূল। বিজেপি দিয়েছে ১৪২ আসনে। বামেরা ১২৯, কংগ্রেস ১২১ আসনে এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ৩৭৮ জন।

ভারতীয় পৌর আইন অনুযায়ী, করপোরেশনের নির্বাচিত কাউন্সিলররা সংখ্যাগরিষ্ঠতার নিরিখে মেয়র নির্বাচিত করবেন। এ নির্বাচনের ভোট গণনা ২১ ডিসেম্বর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত