Ajker Patrika

রাজবাড়ীর ১৪ ইউপিতে চেয়ারম্যান পদপ্রার্থী ৬২

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৬: ৪৬
রাজবাড়ীর ১৪ ইউপিতে চেয়ারম্যান পদপ্রার্থী ৬২

চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন। নির্বাচনের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬২ জন। সাধারণ সদস্য ৪৪৯ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ১৫৮ জন মনোনয়নপত্র জমা দেন।

সর্বাধিক আটজন মনোনয়নপত্র জমা দিয়েছেন শহীদ ওহাবপুর ইউনিয়নে। সাবেক চেয়ারম্যান এএকএম শফিউদ্দিন কাশেম, বর্তমান চেয়ারম্যান মো. তোরাপ আলী, মো. সজিব ফকির, মো. আবু জাফর, মো. নাজমুল হাসান, নাজমা বেগম, সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ ভূঁইয়া ও মো. শাহিন খান।

আলীপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪ জন। তাঁরা হলেন আবু বক্কার সিদ্দিক, মো. আব্দুল হক, মুহাম্মদ বজলুর রশিদ মিয়া ও বর্তমান চেয়ারম্যান শওকত হাসান। মিজানপুরে বর্তমান চেয়ারম্যান আতিয়ার রহমান, কবির উদ্দিন সিকদার ও টুকু মিজি।

খানখানাপুরে জমা দিয়েছেন হোসেন মোহাম্মদ সোহান, মো. আমজাদ হোসেন, সাবেক চেয়ারম্যান একেএম ইকবাল হোসেন, আতিক আল আলম ও নৌকা প্রার্থী মো. আমির আলী মোল্লা। মূলঘরে জমা দিয়েছেন এসএ হিরু, মো. আকতার হোসেন হিরু, বর্তমান চেয়ারম্যান মো. আ. মান্নান মুসুল্লী ও সাবেক চেয়ারম্যান নৌকা প্রার্থী ওহিদুজ্জামান। এ ছাড়া পাঁচুরিয়ায় আলাল খান, সাবেক চেয়ারম্যান মো. মজিবুর রহমান রতন, আনোয়ার হোসেন মিয়া ও বর্তমান চেয়ারম্যান কাজী আলমগীর; বরাটে কাজী শামসুদ্দিন, ওয়ার্কার্স পার্টির প্রার্থী মো. মনিরুজ্জামান সালাম ও নৌকা প্রার্থী মো. ফরিদ হোসেন। দাদশীতে মো. দেলোয়ার হোসেন শেখ, বর্তমান চেয়ারম্যান মো. লোকমান হোসেন, মো. নুরুন্নবী শেখ, মো. লুৎফর রহমান বাচ্চু ও মো. রমজান আলী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন। বসন্তপুরে মুহাম্মদ হাসান কাজল, বর্তমান চেয়ারম্যান মির্জা বদিউজ্জামান, মো. আব্দুল আলিম সিকদার, সাবেক চেয়ারম্যান মো. জাকির হোসেন সিকদার, মো. আব্দুল মান্নান মিয়া ও কাজী মাইনুল হক।

সুলতানপুরে সাবেক চেয়ারম্যান মো. জালাল উদ্দিন মোল্লা, মো. খালিদ হোসেন মুন্সি, সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান আঞ্জুর ছেলে মো. আসিকুর রহমান সচিব, বর্তমান চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক মিয়া, মো. লুৎফর রহমান চুন্নু ও মেহেদী জুনায়েদ বোগদাদ।

খানগঞ্জে বর্তমান চেয়ারম্যান মো. আতাহার হোসেন তকদির, মো. আনোয়ার হোসেন, খোন্দকার আতাউর রহমান, সাবেক চেয়ারম্যান খন্দকার গোলাম কিবরিয়া, মোহাম্মদ শরিফুল ইসলাম। রামকান্তপুরে মিনা বেগম, রাজিব মোল্লা, সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম মোল্লা ও বর্তমান চেয়ারম্যান মো. আবুল হাসেম বিশ্বাস। এ ছাড়া চন্দনী ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মালেক সিকদার, মোহাম্মদ শাহাদ্ৎ হোসেন মন্ডল ও মো. আব্দুর রব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত