জাকির হোসেন, সুনামগঞ্জ
চলতি বছরের জুন মাসে ভয়াবহ বন্যার কারণে সুনামগঞ্জের মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেই বন্যার ক্ষতি এখনো কাটিয়ে উঠতে পারেনি কৃষির ওপর নির্ভরশীল এ জেলার মানুষ। তবে চলতি রোপা আমন মৌসুমে বাম্পার ফলনের আশা করছেন কৃষকেরা। বন্যার ক্ষতি কাটিয়ে ওঠার স্বপ্ন দেখছেন তাঁরা।
সুনামগঞ্জের হাওরাঞ্চলের মাঠে মাঠে এখন সোনালি ধান। যে দিকে চোখ যায় শুধু ধান আর ধান। বিভিন্ন স্থানে ধান কাটা শুরু হয়েছে।কয়েক দিন পরে কৃষকেরা পুরোদমে ব্যস্ত হয়ে পড়বেন ধান কাটায়। ঘরে ঘরে দেখা দেবে নবান্ন উৎসব ও আনন্দ। এবার ধানের ফলনও আশানুরূপ হওয়ার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্টদের মতে, সময়ে সময়ে বৃষ্টিপাত হওয়ায় রোপা আমনের ফলন খুব ভালো হবে।
বোরোপ্রধান সুনামগঞ্জ জেলায় এখন আমন চাষাবাদও হয় উল্লেখ করার মতো। এ বছর জেলায় আমন চাষাবাদ হয়েছে ৮২ হাজার ২১৫ হেক্টর জমিতে। পয়লা অগ্রহায়ণ থেকে শুরু হয়েছে জেলার বিভিন্ন স্থানে আমন ধান কাটা উৎসব। নতুন ধানের ম ম গন্ধ এখন হাওরের উজান এলাকার বাতাসে।
কৃষি বিভাগের তথ্যমতে, সুনামগঞ্জের অপেক্ষাকৃত উঁচু উপজেলা দোয়ারাবাজারে ১৪ হাজার ৬২৫, ছাতকে ১২ হাজার ৯৫৫, সুনামগঞ্জ সদরে ১১ হাজার ৬১০, জগন্নাথপুরে ৯ হাজার ৫৫৫, বিশ্বম্ভরপুরে ৮ হাজার ৭৫৫, তাহিরপুরে ৬ হাজার ৩৩৫, ধর্মপাশায় ৪ হাজার ৫৭০, শান্তিগঞ্জে ৪ হাজার ২১০, দিরাইয়ে ২ হাজার ৭২৫, শাল্লায় ২ হাজার ১৩০ এবং জামালগঞ্জ উপজেলায় ৪ হাজার ৫৪৫ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। জেলায় এবার সবচেয়ে বেশি চাষ হয়েছে ব্রি-৪৯ ও বিআর ২২ জাতের ধান।
জুনের ভয়াবহ বন্যার আঘাতে বেঁচে থাকার সাহস হারিয়ে ফেলেছিলেন অনেক কৃষক। এবার আমন ধানের ফলন ভালো হওয়ায় বিপদ কিছুটা কাটবে বলে মনে করছেন তাঁরা।
সুনামগঞ্জ সদর উপজেলার আমবাড়ি গ্রামের কৃষক আতিকুর রহমান বলেন, ‘বন্যায় বসতভিটা থেকে শুরু করে ঘরের আসবাব অনেক ক্ষতি হইছে। চাষাবাদ করতাম পারমু ভাবছিলাম না। তবে কিস্তির টাকা নিয়ে এবার আমন চাষ করছি। ফলন ভালো হইছে এবং কিছুটা উঠে দাঁড়াতে পারব।’
একই গ্রামের কৃষক শওকত মিয়া বলেন, ‘আমরা একমাত্র কৃষিকাজের ওপর নির্ভর করেই চলি। বোরো চাষ আমরার এই দিকে একটু কম হয়। তবে আমনই আমরার সম্বল। বন্যার কারণে চাষ একটু দেরিতে করছিলাম। প্রথমে একটু ভয় ছিল পোকার আক্রমণের জন্য। এখন দেখা যায় ভালা ফলন হইছে।’
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক বিমল চন্দ্র সোম জানালেন, গত বৃহস্পতিবার পর্যন্ত ১৫ হাজার হেক্টর আমন জমির ধান কাটা শেষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ১০০ হেক্টর জমিতে বেশি চাষ হয়েছে। উৎপাদন হবে তিন লাখ টন ধান।
চলতি বছরের জুন মাসে ভয়াবহ বন্যার কারণে সুনামগঞ্জের মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেই বন্যার ক্ষতি এখনো কাটিয়ে উঠতে পারেনি কৃষির ওপর নির্ভরশীল এ জেলার মানুষ। তবে চলতি রোপা আমন মৌসুমে বাম্পার ফলনের আশা করছেন কৃষকেরা। বন্যার ক্ষতি কাটিয়ে ওঠার স্বপ্ন দেখছেন তাঁরা।
সুনামগঞ্জের হাওরাঞ্চলের মাঠে মাঠে এখন সোনালি ধান। যে দিকে চোখ যায় শুধু ধান আর ধান। বিভিন্ন স্থানে ধান কাটা শুরু হয়েছে।কয়েক দিন পরে কৃষকেরা পুরোদমে ব্যস্ত হয়ে পড়বেন ধান কাটায়। ঘরে ঘরে দেখা দেবে নবান্ন উৎসব ও আনন্দ। এবার ধানের ফলনও আশানুরূপ হওয়ার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্টদের মতে, সময়ে সময়ে বৃষ্টিপাত হওয়ায় রোপা আমনের ফলন খুব ভালো হবে।
বোরোপ্রধান সুনামগঞ্জ জেলায় এখন আমন চাষাবাদও হয় উল্লেখ করার মতো। এ বছর জেলায় আমন চাষাবাদ হয়েছে ৮২ হাজার ২১৫ হেক্টর জমিতে। পয়লা অগ্রহায়ণ থেকে শুরু হয়েছে জেলার বিভিন্ন স্থানে আমন ধান কাটা উৎসব। নতুন ধানের ম ম গন্ধ এখন হাওরের উজান এলাকার বাতাসে।
কৃষি বিভাগের তথ্যমতে, সুনামগঞ্জের অপেক্ষাকৃত উঁচু উপজেলা দোয়ারাবাজারে ১৪ হাজার ৬২৫, ছাতকে ১২ হাজার ৯৫৫, সুনামগঞ্জ সদরে ১১ হাজার ৬১০, জগন্নাথপুরে ৯ হাজার ৫৫৫, বিশ্বম্ভরপুরে ৮ হাজার ৭৫৫, তাহিরপুরে ৬ হাজার ৩৩৫, ধর্মপাশায় ৪ হাজার ৫৭০, শান্তিগঞ্জে ৪ হাজার ২১০, দিরাইয়ে ২ হাজার ৭২৫, শাল্লায় ২ হাজার ১৩০ এবং জামালগঞ্জ উপজেলায় ৪ হাজার ৫৪৫ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। জেলায় এবার সবচেয়ে বেশি চাষ হয়েছে ব্রি-৪৯ ও বিআর ২২ জাতের ধান।
জুনের ভয়াবহ বন্যার আঘাতে বেঁচে থাকার সাহস হারিয়ে ফেলেছিলেন অনেক কৃষক। এবার আমন ধানের ফলন ভালো হওয়ায় বিপদ কিছুটা কাটবে বলে মনে করছেন তাঁরা।
সুনামগঞ্জ সদর উপজেলার আমবাড়ি গ্রামের কৃষক আতিকুর রহমান বলেন, ‘বন্যায় বসতভিটা থেকে শুরু করে ঘরের আসবাব অনেক ক্ষতি হইছে। চাষাবাদ করতাম পারমু ভাবছিলাম না। তবে কিস্তির টাকা নিয়ে এবার আমন চাষ করছি। ফলন ভালো হইছে এবং কিছুটা উঠে দাঁড়াতে পারব।’
একই গ্রামের কৃষক শওকত মিয়া বলেন, ‘আমরা একমাত্র কৃষিকাজের ওপর নির্ভর করেই চলি। বোরো চাষ আমরার এই দিকে একটু কম হয়। তবে আমনই আমরার সম্বল। বন্যার কারণে চাষ একটু দেরিতে করছিলাম। প্রথমে একটু ভয় ছিল পোকার আক্রমণের জন্য। এখন দেখা যায় ভালা ফলন হইছে।’
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক বিমল চন্দ্র সোম জানালেন, গত বৃহস্পতিবার পর্যন্ত ১৫ হাজার হেক্টর আমন জমির ধান কাটা শেষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ১০০ হেক্টর জমিতে বেশি চাষ হয়েছে। উৎপাদন হবে তিন লাখ টন ধান।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪