Ajker Patrika

রোহিঙ্গাদের জন্য ৮৫ কোটি ডলার চায় জাতিসংঘ

এএফপি, জেনেভা
রোহিঙ্গাদের জন্য ৮৫ কোটি ডলার চায় জাতিসংঘ

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ৮৫০ মিলিয়ন (৮৫ কোটি) মার্কিন ডলার আর্থিক সহায়তা চেয়েছে জাতিসংঘ। স্থানীয় সময় গতকাল বুধবার এই আহ্বান জানিয়েছে সংস্থাটি।

জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যাপ্ত অর্থায়নের ঘাটতির কারণে বাংলাদেশের আশ্রয়শিবিরে থাকা অনেক রোহিঙ্গা খাবার সংকটসহ নানামুখী সমস্যায় পড়েছে। সংকট মোকাবিলায় চলতি বছরের বার্ষিক প্রতিক্রিয়া পরিকল্পনায় জাতিসংঘ আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ৮৫২ দশমিক ৪ মিলিয়ন ডলারের আবেদন করেছে।

জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এক বিবৃতিতে উল্লেখ করেছে, বাংলাদেশের প্রায় ৯৫ শতাংশ রোহিঙ্গা পরিবারকে ঝুঁকিপূর্ণ বলে মনে করা হয়। এসব পরিবার মানবিক সহায়তার ওপর নির্ভরশীল। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘মিয়ানমারে সংঘাত বেড়ে যাওয়ায় বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সংহতি এবং শরণার্থী সুরক্ষা আগের চেয়ে আরও বেশি প্রয়োজন।’

রোহিঙ্গাদের সাহায্য করার জন্য গত বছর জাতিসংঘ ও এর অংশীদার দেশগুলো ৮৭৬ মিলিয়ন ডলার সহায়তা চেয়ে বিভিন্ন দেশের কাছে আহ্বান জানিয়েছিল। কিন্তু জাতিসংঘের ওই আহ্বানের পর গত বছর মাত্র ৪৪০ মিলিয়ন ডলার সংগৃহীত হয়েছিল। ইউএনএইচসিআর সতর্ক করেছে, সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্য অর্থায়নের ঘাটতি আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ওপর গুরুতর প্রভাব ফেলেছে। অনেক শরণার্থী তাদের মৌলিক চাহিদা মেটাতে সংগ্রাম করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত