নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করেছিলেন। কিন্তু আজকের দিনে আমাদের মাঝ থেকে ধীরে ধীরে সেই চেতনা হারিয়ে যাচ্ছে। দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটছে। বিচার বিলম্বের কারণেই সাম্প্রদায়িক গোষ্ঠী বারবার হামলা করার সাহস পাচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা।
গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে এক প্রতিরোধ সমাবেশে তাঁরা এসব কথা বলেন। সাম্প্রদায়িক হামলা, লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে সমাবেশের আয়োজন করে গৌরব ৭১।
প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘দেশের গ্রামীণ সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। সেই জায়গার দখল নিচ্ছে ওয়াজ মাহফিল। এই দেশে সাম্প্রদায়িকতার বীজ বপন করেছে বিএনপি।’
বিচার বিলম্ব হওয়ার কারণে বারবার হামলা হচ্ছে উল্লেখ করে হানিফ বলেন, এ পর্যন্ত যতগুলো হামলার ঘটনা ঘটেছে, সবগুলোর বিচার নিশ্চিত করুন। যদি সাধারণ আইনে না হয়, দরকার হলে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে তাদের বিচারের অধীনে নিয়ে আসুন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মুহাম্মদ সামাদ বলেন, ‘আমাদের যাদের সঙ্গে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের রক্তের সম্পর্ক তাঁদের সোচ্চার হতে হবে।’
সমাবেশে ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি আবু আহাম্মদ মান্নাফি বলেন, ফের অপশক্তি জেগে উঠেছে। আবারও এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
গৌরব ৭১–এর সভাপতি এস এম মনিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা সানজিদা খানম।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করেছিলেন। কিন্তু আজকের দিনে আমাদের মাঝ থেকে ধীরে ধীরে সেই চেতনা হারিয়ে যাচ্ছে। দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটছে। বিচার বিলম্বের কারণেই সাম্প্রদায়িক গোষ্ঠী বারবার হামলা করার সাহস পাচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা।
গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে এক প্রতিরোধ সমাবেশে তাঁরা এসব কথা বলেন। সাম্প্রদায়িক হামলা, লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে সমাবেশের আয়োজন করে গৌরব ৭১।
প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘দেশের গ্রামীণ সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। সেই জায়গার দখল নিচ্ছে ওয়াজ মাহফিল। এই দেশে সাম্প্রদায়িকতার বীজ বপন করেছে বিএনপি।’
বিচার বিলম্ব হওয়ার কারণে বারবার হামলা হচ্ছে উল্লেখ করে হানিফ বলেন, এ পর্যন্ত যতগুলো হামলার ঘটনা ঘটেছে, সবগুলোর বিচার নিশ্চিত করুন। যদি সাধারণ আইনে না হয়, দরকার হলে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে তাদের বিচারের অধীনে নিয়ে আসুন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মুহাম্মদ সামাদ বলেন, ‘আমাদের যাদের সঙ্গে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের রক্তের সম্পর্ক তাঁদের সোচ্চার হতে হবে।’
সমাবেশে ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি আবু আহাম্মদ মান্নাফি বলেন, ফের অপশক্তি জেগে উঠেছে। আবারও এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
গৌরব ৭১–এর সভাপতি এস এম মনিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা সানজিদা খানম।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫