Ajker Patrika

পথে পথে বিজয়-গাথা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৩: ৪৯
পথে পথে বিজয়-গাথা

মহান মুক্তিযুদ্ধের সময় এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়িয়েছেন বীর মুক্তিযোদ্ধারা। যুদ্ধ করেছেন দেশমাতৃকার জন্য। সেই চেতনাকে ধারণ করে চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন স্থানে একটি ট্রাককে ভ্রাম্যমাণ মঞ্চে রূপান্তর করে ‘পথে পথে বিজয়-গাথা’ শিরোনামে মাসব্যাপী আয়োজন শুরু করেছে বোধন আবৃত্তি পরিষদ নামের একটি সাংস্কৃতিক সংগঠন।

গতকাল শুক্রবার সকালে নগরের নিউমার্কেট মোড়ে এ আয়োজনের সূচনা করেন বীর মুক্তিযোদ্ধা অমল মিত্র। এ সময় তিনি বলেন, ‘স্বাধীনতার আলোকবর্তিকা জ্বলজ্বলে রাখতে এবং স্বাধীনতার সূর্যোদয়ের শিখা সমুন্নত রাখতে আমাদের সজাগ থাকতে হবে।’

আয়োজনের শুরুতে কথা ও কবিতায় অনুষ্ঠানের তাৎপর্য তুলে ধরেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক আবৃত্তিশিল্পী রাশেদ হাসান। কবি সৈয়দ শামসুল হকের ‘নূরলদিনের সারা জীবন’ কবিতার নাট্যরূপ তুলে ধরেন নাট্যজন সুচরিত চৌধুরী। আবৃত্তিশিল্পী সঞ্জয় পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক গৌতম চৌধুরী। এরপর উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীরা গান পরিবেশন করেন।

পরে নগরীর সিআরবি সাতরাস্তার মোড়ে কথামালায় অংশ নেন শিক্ষাবিদ হোসাইন কবির, সাংবাদিক প্রণব বল ও মিন্টু চৌধুরী। এ পর্যায়ে আবৃত্তি করেন ইসমাঈল সোহেল, জসীম উদ্দীন, সেউঁতি মজুমদার, সুনিপুণ সেনগুপ্ত। বোধন আবৃত্তি পরিষদের সহসভাপতি সুবর্ণা চৌধুরী, আবৃত্তিশিল্পী বিপ্লব কুমার শীল, মৃন্ময় বিশ্বাস, অনুপম শীল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

পরে নগরীর সিটি গেট ও কর্ণেলহাট নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সামনে বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আহমেদ চৌধুরী, সাংস্কৃতিক সংগঠক টুন্টু দাশ বিজয় একাত্তরের অপশক্তির ন্যক্কারজনক উত্থান রুখে দেওয়ার ইতিহাস তুলে ধরেন। এ পর্বে মুক্তির গান পরিবেশন করেন ঈশা দে, দীপান্বিতা দেবী, পড়শী ধর, উৎপল চন্দ্র নাথ।

এরপর বোধনের আবৃত্তিশিল্পীরা পাহাড়তলী বধ্যভূমিতে বাংলার বীর সন্তানদের স্মরণে প্রদীপ প্রজ্বালন করেন। শেষে নগরের চেরাগী পাহাড় মোড়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উদ্যাপনে ‘পথে পথে বিজয়-গাথা’ তুলে ধরেন বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক এম নওশের আলী খান, কামরুল হাসান বাদল, রিয়াজ হায়দার চৌধুরী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির মাহিন সরকারকে বহিষ্কার

এনবিআর কর্মকর্তার কাণ্ড: কৃত্রিম অঙ্গের ঘোষণা দিয়ে ৪৫০ টন গয়না আমদানি

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত