Ajker Patrika

মিটফোর্ডে ডেঙ্গু রোগীর চাপ বেশি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১৭: ১৬
মিটফোর্ডে ডেঙ্গু রোগীর চাপ বেশি

ডেঙ্গু আক্রান্ত অধিকাংশ রোগী ভর্তি হয়েছেন রাজধানীর বিভিন্ন হাসপাতালে। আর রাজধানীর ১৫টি সরকারি হাসপাতালের মধ্যে ৫৩ শতাংশের বেশি রোগী চিকিৎসা নিয়েছেন মিটফোর্ড হাসপাতালে। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, রাজধানীর সরকারি ১৫টি হাসপাতালে গত ১ জানুয়ারি থেকে গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত মোট রোগী ভর্তি হয়েছেন ৬ হাজার ১৮ জন। তাঁদের মধ্যে ৩ হাজার ১৯৯ জনই ভর্তি হন মিটফোর্ড হাসপাতালে। অর্থাৎ সরকারি হাসপাতালের ৫৩ দশমিক ১৬ শতাংশ রোগী এই হাসপাতালে ভর্তি হন। গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৭২ জন। তাঁদের মধ্যে ঢাকায় ১৩০ জন এবং বাইরে ৪২ জন। চলতি মাসের ১৮ দিনে সারা দেশে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৩ হাজার ৩৭৭ জন। এ সময় মৃত্যু হয়েছে ১৪ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, মিটফোর্ড হাসপাতালের পর বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা শিশু হাসপাতালে; ৮৩৮ জন। এর পর সম্মিলিত সামরিক হাসপাতালে ৮২৯ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৩০৮ জন, মুগদা জেনারেল হাসপাতালে ১৮৭ জন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১৫৯ জন। তবে ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালের মধ্যে কামরাঙ্গীরচর ৩১ শয্যা হাসপাতালে মাত্র ৭ জন চিকিৎসা নিয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল সোমবার ১৮ অক্টোবর পর্যন্ত মোট রোগী ভর্তি হয়েছেন ২১ হাজার ৫৭৪ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ হাজার ৬৭৬ জন। এ সময় মারা গেছেন ৮৩ জন। ডেঙ্গু আক্রান্ত মোট রোগী ভর্তি রয়েছেন ৮১৫ জন। তাঁদের মধ্যে ঢাকায় ৬৩০ জন, অন্যত্র ১৮৫ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত