Ajker Patrika

সাম্প্রদায়িক অপশক্তিকে কোহলির জবাব

আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১২: ৩৬
সাম্প্রদায়িক অপশক্তিকে কোহলির জবাব

এক ম্যাচ হেরেই এখন বিশ্বকাপে টিকে থাকা নিয়ে ভাবতে হচ্ছে ভারত ও নিউজিল্যান্ডকে। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে পাকিস্তানের কাছে। এরপর আফগানিস্তানকেও হারিয়ে সেমিফাইনালের পথটা পরিষ্কার করে রেখেছে পাকিস্তান।

সেমিতে পাকিস্তানের সঙ্গী কে হবে, সেই সমীকরণ মেলানোর গুরুত্বপূর্ণ লড়াইয়ে আজ রাতে মাঠে নামবে ভারত ও নিউজিল্যান্ড। এই ম্যাচে যারা হারবে তাদের সেমিফাইনাল-স্বপ্ন অনেকটাই ধূসর হয়ে যাবে।

গুরুত্বপূর্ণ এ ম্যাচের আগে বিরাট কোহলিকে অবশ্য কথা বলতে হয়েছে অন্য একটি স্পর্শকাতর বিষয় নিয়ে। পাকিস্তানের কাছে বিধ্বস্ত হওয়ার পর অনেক ভারতীয় সমর্থকের আক্রমণের কেন্দ্রে ছিলেন মোহাম্মদ শামি। তাঁর ধর্মীয় পরিচয় নিয়েও আক্রমণ করেছেন ভারতীয় ক্রিকেটের অনেক সমর্থক। গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসব কুৎসা রটনাকারীকে ‘মেরুদণ্ডহীন’ উল্লেখ করে কোহলি বলেন, ‘একদল মেরুদণ্ডহীন মানুষ কী বলল তাতে আমাদের কিছু আসে-যায় না। সামনে এসে কিছু বলার ক্ষমতা নেই ওদের। কোনো মানুষের মানসিকতা এর চেয়ে আর নিচে নামতে পারে না। মানুষ সব থেকে খারাপ যদি কিছু করতে পারে, সেটি ধর্ম নিয়ে কাউকে আক্রমণ করা।’

বাইরে কী সমালোচনা হচ্ছে, তা নিয়ে ভাবছেন না জানিয়ে কোহলি আরও বলেছেন, ‘দল হিসেবে আমাদের কী করা উচিত এবং কোন জায়গায় আরও ভালো করা উচিত, তা আমরা জানি। কেউ যদি ভাবে, ভারত একটা ম্যাচেও হারতে পারে না, সেটা তার ব্যাপার। বাইরের মানুষ কী ভাবছে, তা নিয়ে আমাদের মাথাব্যথা নেই। আগেও বলেছি, মানুষ জানে না, মাঠে নেমে আসলে ঠিক কী কাজ করতে হয়। আমরাও সেটা জোর গলায় মানুষকে জানাতে রাজি নই।’

পাকিস্তান ম্যাচে একটি উইকেটও নিতে পারেননি ভারতের বোলাররা। এরপরও অবশ্য বোলারদের ওপর আস্থা হারাতে চান না কোহলি, ‘এমন না যে প্রতি ম্যাচেই আপনি ভালো করবেন। এই বোলাররাই অনেক দিন ধরে আমাদের জন্য পারফর্ম করে আসছে। তাদের ওপর আমাদের আস্থা আছে।’

ভারতের কাছে হারলে কিউইদের বিশ্বকাপ-ভাগ্যও সুতোয় ঝুলতে থাকবে। ম্যাচের আগে কিউই ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট অবশ্য ভারত ম্যাচের নায়ক শাহিন শাহ আফ্রিদির কাছ থেকেই অনুপ্রেরণা নিতে চাইলেন, ‘আগের ম্যাচে শাহিন যেভাবে বল করেছে, বাঁহাতি বোলার হিসেবে তা দেখা দারুণ ব্যাপার ছিল। আশা করি, শাহিন যেমনটা করেছে আমিও তেমনটা করার চেষ্টা করব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত