Ajker Patrika

ক্যালসিয়াম ওষুধের নামে ইসবগুলের ভুসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৭: ৪১
ক্যালসিয়াম ওষুধের নামে ইসবগুলের ভুসি

দামি ব্র্যান্ডের ইউনানি ওষুধ। বাজারে বিক্রিও হচ্ছিল প্রচুর। মোড়ক দেখে বুঝার উপায় নেই, এগুলো নকল ওষুধ। মাল্টিভিটামিন আর মাল্টি মিনারেল ক্যাপসুলের কথা বললেও ভেতরে ইসবগুলের ভুসি দেওয়া থাকত।

রাজধানীর খিলগাঁও থেকে গ্রেপ্তার হওয়া নকল ওষুধ কারখানার মালিক মোহাম্মদ জহিরকে (৪০) জিজ্ঞাসাবাদ করে এমন তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ। গতকাল মঙ্গলবার কোতোয়ালি জোনাল টিমের এডিসি সাইফুর রহমান আজাদ আজকের পত্রিকাকে এসব কথা জানান।

আজাদ বলেন, রাজধানীর খিলগাঁও এলাকায় গত শনিবার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অনুমোদনহীন নকল আয়ুর্বেদিক ওষুধ ও ওষুধ তৈরির সরঞ্জামসহ জহিরকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) লালবাগ জোনের কোতোয়ালি জোনাল টিম। অভিযানে আড়াই হাজার নকল ক্যাপসুল, বিপুল পরিমাণ কৌটা, বিভিন্ন কোম্পানির মোড়ক ও নকল ক্যাপসুল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

পরে তাঁকে এক দিনের রিমান্ডে আনা হয়। ২৫ অক্টোবর রিমান্ড শেষে জহিরকে কারাগারে পাঠানো হয়েছে।

এডিসি আজাদ জানান, জহিরের কারখানায় সাত-আটটি কোম্পানির নকল ওষুধ তৈরি করা হতো। প্রতিটি কোম্পানির আলাদা আলাদা নামের মোড়কের বোতলের ভেতরে একই ধরনের ক্যাপসুল দিয়ে বাজারে ছাড়া হতো।

আজাদ বলেন, ‘এসব ওষুধের ভেতের কার্যকরী কোনো উপাদান ব্যবহার না করে তারা ইসবগুলের ভুসি ব্যবহার করেছে। ইতিমধ্যে পরীক্ষার জন্য ল্যাবে নমুনা পাঠানো হয়েছে। জহিরের কাছ থেকে আমরা নতুন কয়েকটি প্রতিষ্ঠানের নাম পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত