চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণামুখী করতে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে গবেষণাকর্মের পোস্টার প্রদর্শনী। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় এই প্রদর্শনীর আয়োজন করে চবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।
প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২৫৯ শিক্ষক-শিক্ষার্থীর অপ্রকাশিত ১০৬টি গবেষণাকর্ম প্রদর্শন করা হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, পোস্টার প্রদর্শনীতে কলা ও মানববিদ্যা অনুষদের পাঁচটি, বিজ্ঞান অনুষদের ৪০টি, ব্যবসায় প্রশাসন অনুষদের ১০টি, সমাজবিজ্ঞান অনুষদের ১৫টি, আইন অনুষদের একটি, জীববিজ্ঞান অনুষদের ২৯টি, ইঞ্জিনিয়ারিং অনুষদের চারটি, মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদের একটি পোস্টার প্রদর্শন করা হয়।
গতকাল প্রদর্শনীতে শিক্ষক-শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় ছিল। শিক্ষার্থীরা ঘুরে ঘুরে দেখেন গবেষণাপত্রগুলো। এ সময় গবেষণার বিভিন্ন বিষয় দর্শনার্থীদের বুঝিয়ে দেন গবেষকেরা।
মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ইফতেখার সৈকত বলেন, ‘এই আয়োজন আমাদের গবেষণার ক্ষেত্রে খুব কাজে দেবে। পোস্টার প্রদর্শনী থেকে গবেষণাপত্রের বিষয়ে বেশ কিছু ধারণা পেয়েছি।’
আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. আবুল হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আশাতীত সাড়া পেয়েছি। এখানে ২৫৯ জন শিক্ষক-শিক্ষার্থীর ১০৬টি অপ্রকাশিত গবেষণাপত্র প্রদর্শিত হয়েছে। আগামীতে আমরা আরও বড় পরিসরে প্রদর্শনী আয়োজন করব।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, এই প্রদর্শনীর মাধ্যম শিক্ষক-শিক্ষার্থীরা একদিকে যেমন গবেষণা কর্ম সবার সামনে উপস্থাপনের সুযোগ পাবে; অন্যদিকে তাঁরা অধিক মাত্রায় গবেষণাকর্মে আগ্রহী হয়ে উঠবে। পাশাপাশি নতুন গবেষকেরাও উৎসাহিত হবেন। এতে সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয় উপকৃত হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণামুখী করতে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে গবেষণাকর্মের পোস্টার প্রদর্শনী। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় এই প্রদর্শনীর আয়োজন করে চবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।
প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২৫৯ শিক্ষক-শিক্ষার্থীর অপ্রকাশিত ১০৬টি গবেষণাকর্ম প্রদর্শন করা হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, পোস্টার প্রদর্শনীতে কলা ও মানববিদ্যা অনুষদের পাঁচটি, বিজ্ঞান অনুষদের ৪০টি, ব্যবসায় প্রশাসন অনুষদের ১০টি, সমাজবিজ্ঞান অনুষদের ১৫টি, আইন অনুষদের একটি, জীববিজ্ঞান অনুষদের ২৯টি, ইঞ্জিনিয়ারিং অনুষদের চারটি, মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদের একটি পোস্টার প্রদর্শন করা হয়।
গতকাল প্রদর্শনীতে শিক্ষক-শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় ছিল। শিক্ষার্থীরা ঘুরে ঘুরে দেখেন গবেষণাপত্রগুলো। এ সময় গবেষণার বিভিন্ন বিষয় দর্শনার্থীদের বুঝিয়ে দেন গবেষকেরা।
মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ইফতেখার সৈকত বলেন, ‘এই আয়োজন আমাদের গবেষণার ক্ষেত্রে খুব কাজে দেবে। পোস্টার প্রদর্শনী থেকে গবেষণাপত্রের বিষয়ে বেশ কিছু ধারণা পেয়েছি।’
আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. আবুল হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আশাতীত সাড়া পেয়েছি। এখানে ২৫৯ জন শিক্ষক-শিক্ষার্থীর ১০৬টি অপ্রকাশিত গবেষণাপত্র প্রদর্শিত হয়েছে। আগামীতে আমরা আরও বড় পরিসরে প্রদর্শনী আয়োজন করব।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, এই প্রদর্শনীর মাধ্যম শিক্ষক-শিক্ষার্থীরা একদিকে যেমন গবেষণা কর্ম সবার সামনে উপস্থাপনের সুযোগ পাবে; অন্যদিকে তাঁরা অধিক মাত্রায় গবেষণাকর্মে আগ্রহী হয়ে উঠবে। পাশাপাশি নতুন গবেষকেরাও উৎসাহিত হবেন। এতে সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয় উপকৃত হবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪