Ajker Patrika

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার শেষকৃত্য

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৩: ৫৬
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার শেষকৃত্য

মানিকগঞ্জের ঘিওর প্রেসক্লাবের সাবেক সহসভাপতি, বীর মুক্তিযোদ্ধা কমরেড দিলিপ দত্ত আর নেই। গতকাল সোমবার ভোরে তিনি উপজেলার তেরশ্রী গ্রামের বাড়িতে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। গতকাল দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

দিলিপ দত্ত বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা কমিটির সদস্য ও ঘিওর উপজেলা শাখার সভাপতি ছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গতকাল দুপুরে তাঁকে ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ওয়াদিয়া শাবাবের নেতৃত্বে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লবসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মরহুমের কফিনে প্রেসক্লাব ও তার রাজনৈতিক দলীয় শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর শেষকৃত্য সম্পন্ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অধ্যক্ষ আবুল ইসলাম সিকদার, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আরশেদ আলী, ঘিওর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাম প্রসাদ সরকার দিপু, বাংলাদেশ প্রগতি লেখক সমিতির সভাপতি নজরুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

টিউলিপের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ দুদক: আইনজীবী

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

তৃতীয় শ্রেণিতেও বৃত্তি দেওয়া হবে: প্রাথমিক ও গণশিক্ষাসচিব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত