আরমান হোসেন পার্থ, ঢাকা
একটি উইকেটের জন্য ১১ মাস অপেক্ষায় ছিলেন নাথান লায়ন। ব্রিসবেন টেস্টে ইংল্যান্ড যখন লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছিল, লায়ন বেছে নিলেন সেই সময়টাকেই।
গতকাল সকালে জো রুট ও ডেভিড মালানের জমাট বাঁধা জুটি ভেঙে লায়ন শুধু ১১ মাস উইকেটশূন্য থাকার খরা ঘোচাননি, ছুঁয়েছেন ৪০০ উইকেটের মাইলফলক। শেন ওয়ার্ন ও গ্লেন ম্যাকগ্রার পর তৃতীয় অস্ট্রেলিয়ান বোলার হিসেবে টেস্টে ৪০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন ৩৪ বছর বয়সী এই অফ স্পিনার। মাইলফলক স্পর্শের পর নিয়েছেন আরও ৩ উইকেট।
লায়নের কীর্তির দিনে ৯ উইকেটের একপেশে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। গ্যাবায় একদিন হাতে রেখে পাওয়া জয়ে মর্যাদার অ্যাশেজ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকেরা। রুট-মালানকে ছেঁটে দ্রুতই ইংল্যান্ডের ইনিংস গুঁড়িয়ে দেয় অস্ট্রেলিয়া। সফরকারীদের দ্বিতীয় ইনিংস ২৯৭ রানে আটকে দেওয়ায় অজিদের লক্ষ্য ছিল মাত্র ২০ রানের।
অস্ট্রেলিয়ার দাপুটে জয়ের পরিস্থিতি অবশ্য তৈরি হয় প্রথম দিনেই। ইংলিশদের ১৪৭ রানে আটকে রাখে প্যাট কামিন্সের দল। পরে ট্রেভিস হেড-ডেভিড ওয়ার্নারের ব্যাটে ৪২৫ রান করে পায় ২৭৮ রানের বড় লিড। দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে সেই লিড পেরিয়ে অস্ট্রেলিয়াকে একটা জুতসই লক্ষ্য দেওয়ার আভাস দিয়েছিলেন রুট-মালান। এ দুজন বাদ দিলে পরে আর কেউই দাঁড়াতে পারেননি। ২ উইকেটে ২২০ থেকে ইংল্যান্ড অলআউট হয়ে যায় ২৯৭ রানে।
টেস্টে ৪০০ উইকেট নেওয়ার দিনে লায়নই হয়েছেন মূল হন্তারক। ৯১ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। দুই উইকেট নিয়েছেন কামিন্স। অধিনায়কত্বের অভিষেক ম্যাচে মোট ৭ উইকেট নিলেন তিনি। কাল চতুর্থ দিনের শুরুতেই ধাক্কায় খায় ইংল্যান্ড। দিনের তৃতীয় ওভারে মালানকে ফিরিয়ে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন লায়ন। একটু পর অধিনায়ক রুটকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে উল্লাসে মাতেন ক্যামেরন গ্রিন। এরপরেই মড়ক লাগে ইংলিশদের ইনিংসে।
বেন স্টোকস থিতু হয়ে গিয়েছিলেন। কিন্তু ৪৯ বলে ১৪ রান করে তিনি ফেরেন কামিন্সের বলে। জস বাটলার প্রথম ইনিংসের মতো প্রতিরোধের আভাস দিতেই নিভেছেন। জস হ্যাজলউডের বলে শেষ হয়েছে তার ২৩ রানের ইনিংস। ক্রিস ওকসকে ছাঁটেন গ্রিন। শেষ দুই উইকেট নিয়ে ইংল্যান্ডের ইনিংস মুড়ে দেন লায়ন।
প্রথম টেস্টে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইটা ঠিক না জমলেও জন্ম হয়েছে মনে রাখার অনেক ঘটনার। কয়েকটি ঘটনা নিয়ে শুরু হয়েছে বিতর্কও।
একটি উইকেটের জন্য ১১ মাস অপেক্ষায় ছিলেন নাথান লায়ন। ব্রিসবেন টেস্টে ইংল্যান্ড যখন লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছিল, লায়ন বেছে নিলেন সেই সময়টাকেই।
গতকাল সকালে জো রুট ও ডেভিড মালানের জমাট বাঁধা জুটি ভেঙে লায়ন শুধু ১১ মাস উইকেটশূন্য থাকার খরা ঘোচাননি, ছুঁয়েছেন ৪০০ উইকেটের মাইলফলক। শেন ওয়ার্ন ও গ্লেন ম্যাকগ্রার পর তৃতীয় অস্ট্রেলিয়ান বোলার হিসেবে টেস্টে ৪০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন ৩৪ বছর বয়সী এই অফ স্পিনার। মাইলফলক স্পর্শের পর নিয়েছেন আরও ৩ উইকেট।
লায়নের কীর্তির দিনে ৯ উইকেটের একপেশে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। গ্যাবায় একদিন হাতে রেখে পাওয়া জয়ে মর্যাদার অ্যাশেজ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকেরা। রুট-মালানকে ছেঁটে দ্রুতই ইংল্যান্ডের ইনিংস গুঁড়িয়ে দেয় অস্ট্রেলিয়া। সফরকারীদের দ্বিতীয় ইনিংস ২৯৭ রানে আটকে দেওয়ায় অজিদের লক্ষ্য ছিল মাত্র ২০ রানের।
অস্ট্রেলিয়ার দাপুটে জয়ের পরিস্থিতি অবশ্য তৈরি হয় প্রথম দিনেই। ইংলিশদের ১৪৭ রানে আটকে রাখে প্যাট কামিন্সের দল। পরে ট্রেভিস হেড-ডেভিড ওয়ার্নারের ব্যাটে ৪২৫ রান করে পায় ২৭৮ রানের বড় লিড। দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে সেই লিড পেরিয়ে অস্ট্রেলিয়াকে একটা জুতসই লক্ষ্য দেওয়ার আভাস দিয়েছিলেন রুট-মালান। এ দুজন বাদ দিলে পরে আর কেউই দাঁড়াতে পারেননি। ২ উইকেটে ২২০ থেকে ইংল্যান্ড অলআউট হয়ে যায় ২৯৭ রানে।
টেস্টে ৪০০ উইকেট নেওয়ার দিনে লায়নই হয়েছেন মূল হন্তারক। ৯১ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। দুই উইকেট নিয়েছেন কামিন্স। অধিনায়কত্বের অভিষেক ম্যাচে মোট ৭ উইকেট নিলেন তিনি। কাল চতুর্থ দিনের শুরুতেই ধাক্কায় খায় ইংল্যান্ড। দিনের তৃতীয় ওভারে মালানকে ফিরিয়ে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন লায়ন। একটু পর অধিনায়ক রুটকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে উল্লাসে মাতেন ক্যামেরন গ্রিন। এরপরেই মড়ক লাগে ইংলিশদের ইনিংসে।
বেন স্টোকস থিতু হয়ে গিয়েছিলেন। কিন্তু ৪৯ বলে ১৪ রান করে তিনি ফেরেন কামিন্সের বলে। জস বাটলার প্রথম ইনিংসের মতো প্রতিরোধের আভাস দিতেই নিভেছেন। জস হ্যাজলউডের বলে শেষ হয়েছে তার ২৩ রানের ইনিংস। ক্রিস ওকসকে ছাঁটেন গ্রিন। শেষ দুই উইকেট নিয়ে ইংল্যান্ডের ইনিংস মুড়ে দেন লায়ন।
প্রথম টেস্টে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইটা ঠিক না জমলেও জন্ম হয়েছে মনে রাখার অনেক ঘটনার। কয়েকটি ঘটনা নিয়ে শুরু হয়েছে বিতর্কও।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫