Ajker Patrika

হাছিবের জন্য কেউ আর টাকা তুলবে না

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১২: ৫৪
হাছিবের জন্য কেউ আর টাকা তুলবে না

হাছিবের চিকিৎসা নিয়ে আর আলোচনা হবে না। ভারতের ভিসার জন্য অফিস থেকে অফিসে দৌড়াদৌড়ি করবে না তাঁর পরিবার। সহপাঠীরাও আর দলবেঁধে চিকিৎসার জন্য টাকা তুলবেন না। তিনি এখন সব চিকিৎসার ঊর্ধ্বে। ভারতে গিয়ে চিকিৎসা নেওয়ার আগেই হাছিব চলে গেছেন সব ছেড়ে। দীর্ঘ পাঁচ মাস জটিল লিভার সিরোসিস রোগে ভুগছিলেন তিনি।

গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মেধাবী শিক্ষার্থী আবদুল্লাহ আল ফারুক শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বন্ধুমহলে তিনি হাছিব নামে পরিচিত ছিলেন। গতকাল শুক্রবার সকালে হাছিবের গ্রামের বাড়িতে তাঁর মরদেহ দাফন করা হয়েছে।

হাছিব বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তাঁর বাড়ি পটুয়াখালীর রাঙাবালি উপজেলায়। গত জুলাই মাসের ২ তারিখে তাঁর লিভার সিরোসিস ধরা পড়ে। প্রথমদিকে নারায়ণগঞ্জ পপুলার হাসপাতাল ও পরে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে উন্নত চিকিৎসার জন্য কিছুদিনের মধ্যে ভারত যাওয়ার কথা ছিল।

সহপাঠীরা জানান, হাছিবের বাবা সামান্য বেতনে একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। প্রথমদিকে তাঁর পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হচ্ছিল না। পরে সহপাঠীরা দলবেঁধে বিভিন্ন জায়গায় টাকা তুলে তাঁর পরিবারের কাছে পাঠান।

হাছিবের বন্ধু শামছুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘হাছিবের জন্য আমরা ক্যাম্পাসের বিভিন্ন জায়গা থেকে অর্থ সংগ্রহ করি। তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা অনেক চেষ্টা করেছি তাকে বাঁচানোর জন্য।’

আরেক বন্ধু ইয়াসির আরাফাত বলেন, নভেম্বরের ১০ তারিখ চিকিৎসার জন্য ভারতে যাওয়ার কথা ছিল। কিন্তু কাগজপত্র প্রসেসিংয়ের জটিলতায় যেতে পারেনি।

আরবি বিভাগের সভাপতি অধ্যাপক ড. শাযাআত উল্লাহ ফারুকী বলেন, হাছিব সপ্তাহখানেক ধরে বেশ অসুস্থ ছিল। সে গতকাল (বৃহস্পতিবার) রাত ২টার দিকে পটুয়াখালী জেলার রাঙাবালি উপজেলায় ইন্তেকাল করেছেন। সবাই তার জন্য দোয়া করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত