Ajker Patrika

বিমানের ভাড়া কমাতে সুজনের আহ্বান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৩: ৩১
বিমানের ভাড়া কমাতে সুজনের আহ্বান

মধ্যপ্রাচ্যগামী বিমানের ভাড়া কমাতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর কাছে অনুরোধ জানিয়েছেন নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি মন্ত্রীর কাছে এ অনুরোধ জানান।

এতে সুজন বলেন, হঠাৎ করে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যগামী দেশগুলোর ফ্লাইটের ভাড়া দুই-তিন গুণ বৃদ্ধি করা হয়েছে। ৩০ থেকে ৪০ হাজার টাকার বিমান ভাড়া ৭০ থেকে ৯৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এভাবে বিমানের টিকিটের দাম বাড়ানোর ফলে মধ্যপ্রাচ্যগামী প্রবাসীরা আর্থিকভাবে চরম বিপাকে পড়েছেন। অথচ পার্শ্ববর্তী ভারত, পাকিস্তান, নেপাল কিংবা শ্রীলঙ্কা থেকে মধ্যপ্রাচ্যগামী দেশগুলোর বিমানের টিকিটের মূল্য ২০ থেকে ৩০ হাজার টাকা।

সুজন উল্লেখ করেন, করোনার কারণে প্রায় দীর্ঘ ২ বছর বাংলাদেশের মুসলমানেরা ওমরাহ আদায় করতে পারেননি। বর্তমানে সৌদি আরব শর্তসাপেক্ষে ওমরাহ আদায়ের সুযোগ করে দিয়েছে। বর্তমানে ওমরাহ যাওয়ার মানুষের সংখ্যা দুই-তিন গুণ বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় অত্যধিক ভাড়ার কারণে ওমরাহ আদায় বাধা তৈরি হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত