Ajker Patrika

এঁকো না, মাছ বানাও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১০: ৫৬
এঁকো না,   মাছ বানাও

শুধু পেনসিলে খসখস শব্দ তুলেই কি ছবি আঁকবে আজীবন? নতুন কিছুও তো করতে ইচ্ছে হয়, বলো! চলো আজকে আমরা অন্য কিছু করি। সহজ আর সুন্দর কিছু। মাছ বানাই চলো। তারপর নাহয় তা জুড়ে দেবে তোমার আঁকা ছবিতে।

যা লাগবে

  • প্লাস্টিকের কেচাপের জারের ঢাকনা বা বোতলের ছিপি
  • রং ও তুলি
  •  মোটা শক্ত কাগজ
  •  আইকা
  • কাঁচি
  •  পেনসিল

চলো করি

প্লাস্টিকের কেচাপের জারের ঢাকনা বা বোতলের ছিপি নাও। এখানে বলে রাখা ভালো, বোতলের ছিপি যদি এক রঙের হয় তাহলে আলাদা করে রং না করলেও চলবে। তবে কেচাপের জারের ঢাকনা যেহেতু রংহীন হয়, তাই সেটা রং করতে হবে। প্রথমে মোটা শক্ত কাগজ দিয়ে মাছের লেজের মতো এঁকে কেটে নাও। এবার কেটে নেওয়া লেজটা রেখে কোনায় আইকা লাগিয়ে কেচাপের ঢাকনা বা বোতলের ছিপি এমনভাবে বসাও, যাতে সেটাকে মাছের শরীরের মতো দেখায়।

এবার রেখে দাও আঠা শুকানো পর্যন্ত। শুকিয়ে এলে মাছটা রং করে নাও। কাগজ গোল করে কেটে বানাও চোখ। এবার সাদা কাগজে আঁকো সমুদ্র। দিতে পারো সমুদ্রের নিচে বেড়ে ওঠা লতাপাতাও। এবার মাছটি বা যে কয়টি মাছ তুমি বানালে, সেগুলো আইকা দিয়ে লাগিয়ে দাও সমুদ্র আঁকা কাগজের ওপর। কী দারুণ হলো, তাই না?

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত