নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী বিভাগের তিন জেলায় হঠাৎ বিদ্যুৎ বিপর্যয় হয়েছে। রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ—এই তিন জেলায় গতকাল মঙ্গলবার সকালে প্রায় ৪০ মিনিট বিদ্যুৎ ছিল না। নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের আংশিক এবং গোটা রাজশাহী জেলায় সকালে এই ‘ব্ল্যাকআউট’ হয়।
গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত পর্যায়ক্রমে রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় লোডশেডিং চলছিল। জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ বিভাগের আগের শিডিউল লোডশেডিংয়ের বাইরে এই বিদ্যুৎ বিভ্রাটে ব্যাপক ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।
সন্ধ্যা পৌনে ৭টায় বিদ্যুৎ চলে যায় শহরের উপশহরে। ওই এলাকার বাসিন্দা মো. রুমন বলেন, সারা দিনে অনেকবার বিদ্যুৎ গেছে। এই সন্ধ্যায় বাড়ির সবাই নামাজে বসেছে। এখনো বিদ্যুৎ নেই।’
নগরীর দরিখর্বনা এলাকার বাসিন্দা শুকুর আলী বলেন, ‘সারা দিন এতবার বিদ্যুৎ গেছে যে আইপিএসের ব্যাটারিটাও ঠিকমতো চার্জ হতে পারছে না। ভ্যাপসা গরমে পরিবারের লোকজন নাজেহাল। বিদ্যুতের সমস্যার ব্যাপারে জানতে বিদ্যুৎ অফিসে ফোন করা হলেও কেউ তা রিসিভ করে না।’
ওই তিন জেলায় বিদ্যুৎ সরবরাহ করে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) লিমিটেড। এর প্রধান প্রকৌশলী আবদুর রশীদ বলেন, ‘সকালে পুরো রাজশাহী জেলা এবং নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের আংশিক এলাকা ব্ল্যাকআউট হয়। গ্রিড থেকেই বিদ্যুৎ পাওয়া যাচ্ছিল না।’
তিনি আরও বলেন, ‘সকাল ৯টা ১৫ মিনিট থেকে ৯টা ৫৫ মিনিট পর্যন্ত এই তিন জেলা ব্ল্যাকআউট হয়। ৪০ মিনিট পর জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ আসার পরও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। প্রথমে চাহিদার মাত্র ১০ ভাগ বিদ্যুৎ পাওয়া যায়। পরে তা বাড়তে থাকে। তবে চাহিদার সবটুকু বিদ্যুৎ পাওয়া যায়নি। তাই পর্যায়ক্রমে সব এলাকায় লোডশেডিং করতে হচ্ছে।’
নেসকোর প্রধান প্রকৌশলী আরও বলেন, ‘রাজশাহী বিভাগে গতকাল বিদ্যুতের চাহিদা ছিল ৩৪৮ মেগাওয়াট। বেলা ২টার দিকে বিদ্যুৎ পাওয়া গেছে ২৭৪ মেগাওয়াট।’
হঠাৎ ব্ল্যাকআউটের কারণ জানতে চাইলে নেসকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, ‘নেসকো বিদ্যুৎ সরবরাহ পেয়ে থাকে পাওয়ার গ্রিড অব কোম্পানি লিমিটেড (পিজিসিএল) থেকে। এরপর তা গ্রাহকদের মধ্যে সরবরাহ করা হয়। পিজিসিএলের গ্রিডে সমস্যা হয়েছে।’ তবে কী সমস্যা তা তারা বলতে পারেননি।
রাজশাহী বিভাগের তিন জেলায় হঠাৎ বিদ্যুৎ বিপর্যয় হয়েছে। রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ—এই তিন জেলায় গতকাল মঙ্গলবার সকালে প্রায় ৪০ মিনিট বিদ্যুৎ ছিল না। নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের আংশিক এবং গোটা রাজশাহী জেলায় সকালে এই ‘ব্ল্যাকআউট’ হয়।
গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত পর্যায়ক্রমে রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় লোডশেডিং চলছিল। জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ বিভাগের আগের শিডিউল লোডশেডিংয়ের বাইরে এই বিদ্যুৎ বিভ্রাটে ব্যাপক ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।
সন্ধ্যা পৌনে ৭টায় বিদ্যুৎ চলে যায় শহরের উপশহরে। ওই এলাকার বাসিন্দা মো. রুমন বলেন, সারা দিনে অনেকবার বিদ্যুৎ গেছে। এই সন্ধ্যায় বাড়ির সবাই নামাজে বসেছে। এখনো বিদ্যুৎ নেই।’
নগরীর দরিখর্বনা এলাকার বাসিন্দা শুকুর আলী বলেন, ‘সারা দিন এতবার বিদ্যুৎ গেছে যে আইপিএসের ব্যাটারিটাও ঠিকমতো চার্জ হতে পারছে না। ভ্যাপসা গরমে পরিবারের লোকজন নাজেহাল। বিদ্যুতের সমস্যার ব্যাপারে জানতে বিদ্যুৎ অফিসে ফোন করা হলেও কেউ তা রিসিভ করে না।’
ওই তিন জেলায় বিদ্যুৎ সরবরাহ করে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) লিমিটেড। এর প্রধান প্রকৌশলী আবদুর রশীদ বলেন, ‘সকালে পুরো রাজশাহী জেলা এবং নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের আংশিক এলাকা ব্ল্যাকআউট হয়। গ্রিড থেকেই বিদ্যুৎ পাওয়া যাচ্ছিল না।’
তিনি আরও বলেন, ‘সকাল ৯টা ১৫ মিনিট থেকে ৯টা ৫৫ মিনিট পর্যন্ত এই তিন জেলা ব্ল্যাকআউট হয়। ৪০ মিনিট পর জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ আসার পরও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। প্রথমে চাহিদার মাত্র ১০ ভাগ বিদ্যুৎ পাওয়া যায়। পরে তা বাড়তে থাকে। তবে চাহিদার সবটুকু বিদ্যুৎ পাওয়া যায়নি। তাই পর্যায়ক্রমে সব এলাকায় লোডশেডিং করতে হচ্ছে।’
নেসকোর প্রধান প্রকৌশলী আরও বলেন, ‘রাজশাহী বিভাগে গতকাল বিদ্যুতের চাহিদা ছিল ৩৪৮ মেগাওয়াট। বেলা ২টার দিকে বিদ্যুৎ পাওয়া গেছে ২৭৪ মেগাওয়াট।’
হঠাৎ ব্ল্যাকআউটের কারণ জানতে চাইলে নেসকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, ‘নেসকো বিদ্যুৎ সরবরাহ পেয়ে থাকে পাওয়ার গ্রিড অব কোম্পানি লিমিটেড (পিজিসিএল) থেকে। এরপর তা গ্রাহকদের মধ্যে সরবরাহ করা হয়। পিজিসিএলের গ্রিডে সমস্যা হয়েছে।’ তবে কী সমস্যা তা তারা বলতে পারেননি।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৪ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৪ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৫ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫