Ajker Patrika

মেধাবীরা শিক্ষকতায় আসতে চাইবে না

ড. মো. নিজামুল হক ভূইয়া
আপডেট : ০২ জুলাই ২০২৪, ১২: ৪৬
মেধাবীরা শিক্ষকতায় আসতে চাইবে না

সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিম বাস্তবায়ন করা হলে মেধাবী শিক্ষার্থীরা এ পেশায় আসতে উৎসাহিত হবে না। আমরা বাধ্য হয়ে ক্লাস বন্ধ রেখে কর্মসূচি পালন করছি। শিক্ষকদের এ কাজ শোভা পায় না, কিন্তু আমাদের বাধ্য করা হয়েছে। আমাদের বিচ্ছিন্ন করে, বিক্ষিপ্ত করে কোনো কিছু করলে আমরা সেটা মানব না। 

সর্বজনীন পেনশন ব্যবস্থা সর্বজনীনই হওয়া উচিত। সর্বজনীন হলে আমরাও মেনে নেব; কিন্তু আমাদের এ স্কিমে অন্তর্ভুক্ত করে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে ‘সেবক’ নামে একটি স্কিম চালুর কথা রয়েছে। প্রয়োজনে সেখানে কী সুযোগ-সুবিধা আছে সেটা দেখে, আলোচনা করে সেখানে যুক্ত হওয়া যায়। সবকিছু দেখে মনে হচ্ছে, সরকারের ভেতর থেকে ঈর্ষান্বিত হয়ে একদল লোক সরকারকে ভুল পথে চালিত করছে। 

আমাদের দাবির বিষয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে আলাপ হয়েছে। তিনি আমাদের দাবি যথাযথভাবে আমলে নিয়েছেন। তিনি এ বিষয়ে পজিটিভ। তবে প্রজ্ঞাপনটা জারি করেছে অর্থ মন্ত্রণালয়। তাঁরা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে এ নিয়ে কোনো আলোচনাই করেননি। আমরা স্টেকহোল্ডার, আমাদের সঙ্গেও আলাপ করেননি। ২০১৫ সালে পে স্কেল নিয়ে যে কাজটি করা হয়েছিল, এবারও তা করা হয়েছে। 

সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমে নতুন যাঁরা যোগদান করবেন, তাঁরা ক্ষতিগ্রস্ত হবেন। এ স্কিমে অনেক অসংগতি রয়েছে। যেমন: আগের পেনশনে শিক্ষকদের বয়সসীমা ছিল ৬৫ বছর, প্রত্যয় স্কিমে তা করা হয়েছে ৬০ বছর। আগে পেনশনাররা আমৃত্যু পেনশন পেতেন, প্রত্যয় স্কিমে করা হয়েছে ৭৫ বছর। আগে পেনশনের জন্য কোনো টাকা দেওয়ার প্রয়োজন হতো না, এখন ১০ শতাংশ টাকা দিতে হবে। এর বাইরে এককালীন ৮০ লাখ টাকা পাওয়া, উৎসব ভাতা, পিআরএল থাকা অবস্থায় পূর্ণাঙ্গ বেতন পাওয়া ইত্যাদিও প্রত্যয় স্কিমে নেই। 

লেখক:– ড. মো. নিজামুল হক ভূইয়া অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় ও মহাসচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত