Ajker Patrika

লোডশেডিংয়ে অতিষ্ঠ বিদ্যুৎ অফিস ঘেরাও

মধুপুর প্রতিনিধি
আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১৫: ১৭
Thumbnail image

তারাবিহ, ইফতার, সাহ্‌রিসহ দিনের বেশির ভাগ সময় বিদ্যুৎ বিভ্রাট থাকায় মধুপুর পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কলেজের শিক্ষার্থীরা। গতকাল সোমবার বিকেলে মধুপুর সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা বিদ্যুৎ বিভ্রাটে ক্ষুব্ধ হয়ে এ কর্মসূচির আয়োজন করেন।

জানা গেছে, গত ২৬ মার্চ থেকে মধুপুরে বিদ্যুৎ বিভ্রাটের মাত্রা বেড়েছে। রমজানের শুরুতেই বিদ্যুতের ভোগান্তি আরও বেড়ে গেছে। তারাবিহ, সাহ্‌রি, ইফতারির সময়সহ অধিকাংশ সময় বিদ্যুৎহীন থাকছে মধুপুর। অসহনীয় তাপদাহের মধ্যে গতকাল মধুপুর সরকারি ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে দীর্ঘ তিন ঘণ্টা বিদ্যুৎ ছিল না। তাই পরীক্ষা শেষে ওই কলেজের শিক্ষার্থীরা নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিক্ষোভ মিছিল করে। বেলা দেড়টার দিকে তারা মিছিল নিয়ে মধুপুরের উত্তরা আবাসিক এলাকায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির মধুপুর জোনাল অফিস ঘেরাও করে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অফিসের সামনে রক্ষিত ফুলের টব, চেয়ার ও অন্যান্য সরঞ্জাম ভাঙচুর করে।

এ সময় অবস্থা বেগতিক দেখে অফিসের লোকজন প্রতিটি কক্ষ বন্ধ করে ভেতরে আশ্রয় নেন। প্রায় ২০ মিনিট পর বিদ্যুৎ বিভাগের লোকজন তিন দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে—এমন আশ্বাস দিলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঘেরাও ছেড়ে মিছিল নিয়ে বাসস্ট্যান্ডের দিকে অগ্রসর হয়। তারা মধুপুরের আনারস চত্বরে এসে সমাবেশ করে।

এ সময় মধুপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সুমন আহমেদ সবুজ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সমাজবিজ্ঞান বিভাগের মেহেদি হাসান, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আমিনুল ইসলাম হিরাসহ অনেকেই বক্তব্য দেন। আগামী তিন কার্যদিবসে পরিস্থিতির উত্তরণ না হলে পুনরায় আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তাঁরা।

এ বিষয়ে কথা বলতে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি মধুপুর জোনাল অফিসের ডিজিএম, এজিএমসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কাউকে পাওয়া যায়নি। অফিসে গেলেও তাঁদের কক্ষ তালাবদ্ধ পাওয়া যায়। তবে সহকারী জেনারেল ম্যানেজার মুশফিকুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, গ্যাসের চাপ কম থাকায় ময়মনসিংহ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ রয়েছে। তাই গত ১৯ মার্চ থেকে বিদ্যুৎ চাহিদার তুলনায় অনেক কম পাওয়ায় লোডশেডিং করতে হচ্ছে। পিক-অফপিক উভয় সময়েই জামালপুর গ্রিড থেকে মাত্র ১০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় গ্রাহকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

এ ছাড়া সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আগামী তিন থেকে চার দিনের মধ্যে পরিস্থিতির উত্তরণ ঘটবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত